বাংলা হান্ট ডেস্ক: গরম আর অস্বস্তিতে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী (South Bengal Weather)। তবে এরই মধ্যে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিনবঙ্গে আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি বইবে ঝোড়ো হওয়া। কমবে তাপমাত্রা, অর্থাৎ ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও রেহাই শীঘ্রই।
এক নজরে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)
কোথাও কালবৈশাখী, কোথাও শিলাবৃষ্টি আবার কোথাও বজ্রপাত সহ ঝড়-বৃষ্টি, আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমবে কিছুটা। সোমবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যেতে পারে।
শনিতে ঝড় বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং হুগলিতে। এছাড়া পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া,বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই কম-বেশি ঝড়-বৃষ্টি হবে। রবিবারের মধ্যে কালবৈশাখী এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৭০ কিলোমিটার।
আরও পড়ুন: মীনাক্ষীর সামনে বাকবিতণ্ডা, ‘বিদ্রোহে’র আঁচ পুরুলিয়ায়! ছাব্বিশের ভোটের আগেই লাল শিবিরে চরমে কোন্দল!
কলকাতার আবহাওয়া (Kolkata Weather)
দক্ষিণবঙ্গের সমস্ত জেলার পাশাপাশি কলকাতাতেও আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির দোসর হবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া। শনিবার বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে, রবিবারই ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
এক নজরে উত্তরবঙ্গ (North Bengal Weather)
উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি চলছেই। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।