মীনাক্ষীর সামনে বাকবিতণ্ডা, ‘বিদ্রোহে’র আঁচ পুরুলিয়ায়! ছাব্বিশের ভোটের আগেই লাল শিবিরে চরমে কোন্দল!

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন (WB Assembly Elections)। তার আগে প্রত্যেকটি দলই নিজেদের সংগঠন মজবুত করার কাজে লেগে পড়েছে। এই আবহে প্রকাশ্যে উঠে এল ডিওয়াইএফআইয়ের (DYFI) দলীয় কোন্দল! রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee) এবং রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহার সামনেই তুমুল বাকবিতণ্ডা হয় বলে খবর।

শিরোনামে ডিওয়াইএফআইয়ের (DYFI) দলীয় কোন্দল!

জানা যাচ্ছে, জেলা সভাপতি ও সম্পাদক নির্বাচন নিয়ে সমস্যার সূত্রপাত। সেই ইস্যুতেই পুরুলিয়ার ডিওয়াইএফআই সদস্যরা বেশ ক্ষুব্ধ বলে খবর। দেখা দিয়েছে বিদ্রোহের আঁচ। বৃহস্পতিবার মীনাক্ষী, ধ্রুবজ্যোতির সামনেই এই নিয়ে বাকবিতণ্ডা চলে।

জানা যাচ্ছে, দলের সিদ্ধান্ত অনুসারে পুরুলিয়া জেলা কমিটির সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছে। তাতে সংশ্লিষ্ট জেলা কমিটির ৪৮ জন সদস্যের মধ্যে ৯ জন বিরোধিতা করেন। শেষ অবধি দলের সিদ্ধান্তই চূড়ান্ত হয়। ডিওয়াইএফআইয়ের পুরুলিয়া জেলা কমিটির সভাপতি পদের দায়িত্ব দেওয়া হয় সুব্রত মাহাতোকে। সদ্য এসএফআই (SFI) থেকে অব্যাহতি পেয়েছেন তিনি।

আরও পড়ুনঃ সাময়িক স্বস্তি পেল রাজ্য! ৪ সপ্তাহ নয়, ২৫% বকেয়া DA মেটাতে আরও কিছুটা সময় পেল সরকার

অন্যদিকে ডিওয়াইএফআইয়ের পুরুলিয়া জেলা কমিটির সম্পাদক পদে বসেন চিরঞ্জিত মুখোপাধ্যায়। লাল পার্টির যুব সংগঠন সূত্রে খবর, একেবারে তরুণ সুব্রতর কাঁধে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া নিয়ে অশান্তির সূত্রপাত।

বৃহস্পতিবার পুরুলিয়া শহরে সিপিএমের কৃষক ভবনে কনভেনশন আয়োজিত হয়েছিল। ডিওয়াইএফআই সূত্রে খবর, সভাপতিকে পছন্দ না হওয়ার কারণে উক্ত সংগঠনের জেলা কমিটির একাধিক সদস্য পদত্যাগ করেছেন। যদিও ইস্তফার কথা ডিওয়াইএফআই, সিপিএম কেউই মানতে চাইছে না।

DYFI flags

সিপিএমের পুরুলিয়া জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা দলের তরফে যুব সংগঠন দেখভালের দায়িত্বে থাকা শ্যামল মাহাতো এই প্রসঙ্গে বলেন, ‘সম্পাদক, সভাপতি নিয়ে নানান মত বিনিময় হয়। আলোচনার ভিত্তিতেই সবকিছু ঠিক হয়েছে। কোথাও কোনও অসুবিধা নেই’।

উল্লেখ্য, রাজনৈতিক দলে গোষ্ঠী কোন্দল নতুন কিছু নয়। অতীতে একাধিক পার্টিতে এই দৃশ্য দেখা গিয়েছে। এবার ডিওয়াইএফআইয়ের (DYFI) পুরুলিয়া জেলা কমিটিতেও দেখা গেল একই ছবি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X