বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি কাণ্ডে চাকরিহারাদের প্রতিবাদ চলছে (SSC Recruitment Scam)। বৃহস্পতিবার বিকাশ ভবন (Bikash Bhawan) ঘেরাও অভিযানের ডাক দিয়েছিল ‘যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ’। যা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীদের ওপর দেদার লাঠিচার্জ করে পুলিশ (Bidhan Nagar Police)। উর্দিধারীদের এহেন আচরণের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছেন প্রতিবাদী চাকরিহারারা। শনিবারও একটি কর্মসূচি রয়েছে তাঁদের।
আজ কী কর্মসূচি রয়েছে এসএসসি কাণ্ডে চাকরিহারাদের (SSC Recruitment Scam)?
পুলিশের বিরুদ্ধে চাকরিহারাদের ওপর দেদার লাঠিচার্জের অভিযোগ উঠেছে। তাতে আহত হয়েছেন একাধিকজন। শুক্রবার সেই কারণে ধিক্কার দিবস পালন করেন আন্দোলনকারীরা। শনিবার দুপুরে ফের করুণাময়ী থেকে বিকাশ ভবন অবধি মিছিলের ডাক দেওয়া হয়েছে। সেই মিছিলে চাকরিহারা শিক্ষকদের পাশাপাশি পা মেলাতে দেখা যাবে স্কুল পড়ুয়াদের। বিকাশ ভবনের সামনে উপস্থিত হয়ে ২৬,০০০ কাণ্ডে চাকরি খোয়ানো শিক্ষকদের আন্দোলনকে নৈতিক সমর্থন জানাবেন ছাত্রছাত্রীরা।
এদিকে গতকালই প্রতিবাদী শিক্ষক (School Teacher), শিক্ষাকর্মীদের ওপর লাঠিচার্জের ব্যাখ্যা দিয়েছে পুলিশ। তাঁদের দাবি, ৭ ঘণ্টা ধরে সংযম দেখিয়েছিলেন উর্দিধারীরা। সেই সঙ্গেই বলা হয়, বিকাশ ভবনের ভেতর আটকে পড়া কর্মীদের বের করতে যেটুকু বলপ্রয়োগ দরকার ছিল, সেটাই করা হয়েছে।
আরও পড়ুনঃ বর্ষা আসার আগেই ‘অ্যাকশনে’ রাজ্য! কেন্দ্র-রাজ্য সমন্বয়ে জোর, আর কী কী নির্দেশ দিলেন মুখ্যসচিব
গতকাল চাকরিহারাদের অবস্থান মঞ্চে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। চাকরিহারাদের দাবি সামনে রেখে অধিবেশন শুরুর দিন রাজ্য বিধানসভা অচল করার কথা বলেন বিজেপি বিধায়ক। সেই সঙ্গেই পুলিশি লাঠিচার্জের তীব্র নিন্দা করেন।
শুভেন্দু বলেন, ‘এটা বর্বরোচিত। শিক্ষকরা জাতির মেরুদণ্ড। স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগরের দেশে এই ধরণের ঘটনার নিন্দা করছি’। একইসঙ্গে বলেন, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় মুখ্যমন্ত্রী মেনে নিলে আজ যোগ্যদের চাকরি হারিয়ে পথে বসতে হতো না। জাস্টিস গঙ্গোপাধ্যায় সেই সময়ই ৭,০০০ জনকে চিহ্নিত করে দিয়েছিলেন। সেই রায় মেনে নিলে আজ এই পরিণতি হতো না বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা।
অন্যদিকে চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচার্জ নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন এক চাকরিহারা ব্যক্তি। মামলায় আবেদন জানানো হয়েছে, সম্পূর্ণ ঘটনায় বিধাননগরের সিপির থেকে রিপোর্ট চাওয়া হোক। সেই সঙ্গেই কার নির্দেশে পুলিশি লাঠিচার্জ হল, সেটার কৈফিয়ত চাওয়ার দাবিও জানানো হয়েছে বলে খবর। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসিতে (SSC Recruitment Scam) নিয়োগ দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছে। গত বছরই সম্পূর্ণ প্যানেল বাতিলের রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। গত এপ্রিল মাসে একই রায় দেয় সুপ্রিম কোর্ট। এই আবহে বিগত প্রায় এক মাস ধরে আন্দোলন করছেন চাকরিহারারা।