বাংলাহান্ট ডেস্ক : অপারেশন সিঁদুর এবং পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির এবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান এবং পাকিস্তানের (Pakistan) মুখোশ খুলতে বিশ্বের দরবারে বড় পদক্ষেপ করতে চলেছে ভারত। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠাতে চলেছে কেন্দ্রীয় সরকার। বেকায়দায় পড়তেই এবার নড়েচড়ে বসল পাকিস্তান। মুখ বাঁচাতে শেষমেষ ভারতকেই অনুকরণ করতে বাধ্য হল পাকিস্তান (Pakistan)।
ভারতকেই অনুকরণ করতে বাধ্য হল পাকিস্তান (Pakistan)
পাকিস্তানের স্বরূপ সামনে আনতে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠাতে চলেছে পাকিস্তান (Pakistan)। আর এবার একই ভাবে ‘শান্তিবার্তা’ পাঠাতে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাক প্রশাসন। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে চলেছেন পাকিস্তান (Pakistan) পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এ খবর ভাগ করে নিয়েছেন তিনি।
কী জানালেন বিলাওয়াল: ফেসবুক পোস্টে বিলাওয়াল লিখেছিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বে শান্তি বার্তা পাঠাতে এবং পাকিস্তানের (Pakistan) বক্তব্য তুলে ধরতে একটি প্রতিনিধি দল পাঠাতে চলেছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাঁর সঙ্গে যোগাযোগ করে সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার জন্য অনুরোধ করেন।
আরো পড়ুন : ‘দুজনেরই একই লক্ষ্য’, ইউনূসের সঙ্গে মমতাকে জুড়ে নিশানা বিজেপির, উঠল ‘বাংলা বিরোধী মমতা’ কটাক্ষ
প্রতিনিধি দল পাঠাবে পাকিস্তান: বিলাওয়াল বলেন, এই দায়িত্ব পেয়ে তিনি গর্বিত এবং সম্মানিত। জানা যাচ্ছে, বিলাওয়ালের ইংরেজি ভাষায় দক্ষতা, পাশ্চাত্য শিক্ষা এবং কূটনৈতিক অভিজ্ঞতার কারণে তাঁকেই ভারতীয় প্রতিনিধি দলের যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে বেছে নিয়েছে পাকিস্তান (Pakistan)। অপারেশন সিঁদুর এর পর পাকিস্তান যেভাবে সন্ত্রাসবাদকে প্রত্যক্ষ মদত দিয়ে চলেছে তা বিশ্বমঞ্চে তুলে ধরতে উদ্যোগী হয়েছে ভারত। আর তাতেই প্রমাদ গুনছে পাকিস্তান। তাই আপাতত সন্ত্রাসবাদের অভিযোগ ঝেড়ে ফেলে ‘শান্তিপ্রিয়’ দেশ হিসেবে নিজেদের তুলে ধরতেই মরিয়া হয়ে উঠেছে তারা।
আরো পড়ুন : আদালত নাকি সংসদ, সবার উপরে কে? বিতর্কের মাঝেই অবস্থান স্পষ্ট করলেন প্রধান বিচারপতি গাভাই
প্রসঙ্গত, সূত্রের খবর বলছে, ভারতের প্রতিনিধি দলগুলির নেতৃত্বে থাকবেন বিজেপির রবিশঙ্কর প্রসাদ, বিজয়ন্ত পান্ডা, ডিএমকের কানিমোঝি, এনসিপির সুপ্রিয়া সুলে, শিবসেনার একনাথ শিন্ডে, কংগ্রেসের শশী থারুর এবং জেডিইউয়ের সঞ্জয় ঝাঁ। জানা যাচ্ছে, সঞ্জয় ঝাঁ এর নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দলে থাকতে চলেছেন ইউসুফ পাঠান (Yusuf Pathan)। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুর এই পাঁচটি দেশে এই প্রতিনিধি দল যাবে বলে খবর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২১ মে রওনা হতে পারে দলটি।