বাংলা হান্ট ডেস্কঃ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ভারতের। কয়েকদিন আগেই অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এরপরেই এই সামরিক অভিযান ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান বিশ্ব দরবারে তুলে ধরতে ৭টি সর্বদলীয় প্রতিনিধি দল গড়ে তোলে কেন্দ্র। শনিবার জানা যায়, সেখানে নাম থাকবে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের (Yusuf Pathan)। তবে এবার শোনা যাচ্ছে, তাঁর নাম প্রত্যাহার করে নিয়েছে জোড়াফুল শিবির।
সর্বদলীয় প্রতিনিধি দলে কেন থাকবেন না ইউসুফ (Yusuf Pathan)?
অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার করতে ৭টি সর্বদলীয় প্রতিনিধিদলের কথা ঘোষণা করেছে কেন্দ্র (Central Government)। সেই দলগুলির নেতৃত্বে কারা থাকবেন সেটা গত সপ্তাহেই জানায় সংসদ বিষয়ক মন্ত্রক। শনিবার জানা যায়, তৃণমূলের তরফ থেকে ইউসুফ এই দলে থাকবেন। বহরমপুরের সাংসদের নাম প্রস্তাব করেছে জোড়াফুল শিবির। কেন্দ্রীয় সরকার তাতে সম্মতিও দিয়েছিল। তবে রাত পেরোতেই নাম প্রত্যাহার করে নেয় তৃণমূল।
গতকাল বিদেশ মন্ত্রক এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ইউসুফের পাসপোর্ট ডিটেলস চেয়ে পাঠান। তাঁর সফরের বন্দোবস্ত করার জন্য এই তথ্য চেয়ে পাঠানো হয়। তবে এখন জানা যাচ্ছে, সর্বদলীয় প্রতিনিধি দলে বহরমপুরের সাংসদ থাকবেন না। হঠাৎ কেন এই সিদ্ধান্ত বদল, সেই বিষয়ে কেন্দ্রকে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি বলে খবর।
আরও পড়ুনঃ ৩ দিনের উত্তরবঙ্গ সফর! শিল্প বৈঠকের পাশাপাশি আর কী কী কর্মসূচি রয়েছে মমতার?
এই বিষয়ে তৃণমূলের (Trinamool Congress) রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘আমরা পুরোপুরিভাবে দেশ ও জাতীয় স্বার্থের পক্ষে। তবে আন্তর্জাতিক কূটনীতি কেন্দ্রের কাজ। তারাই সেটা করুক’।
সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, দলনেত্রীর সঙ্গে কথা না বলে, সোজা তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদকে ফোন করে তাঁর পাসপোর্ট চেয়ে নেওয়া দলীয় শৃঙ্খলার বিরুদ্ধে।
উল্লেখ্য, বাইশ গজ কাঁপানোর পর রাজনীতির ময়দানে পা রেখেছেন ইউসুফ পাঠান (Yusuf Pathan)। চব্বিশের লোকসভা ভোটে বহরমপুরে জোড়াফুল ফুটিয়েছেন তিনি। শোনা গিয়েছিল, এই সাংসদ কেন্দ্রের ঘোষিত সর্বদলীয় প্রতিনিধি দলে থাকবেন। তবে শেষ মুহূর্তে তাঁর নাম প্রত্যাহার করে নিয়েছে তৃণমূল কংগ্রেস।