বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি কাণ্ডে (SSC Recruitment Scam) চাকরিহারাদের আন্দোলনের ঝাঁঝ ক্রমে তীব্র হচ্ছে। গত বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। যা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তারপরেও আন্দোলন থামেনি। এই আবহেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন করুণাময়ীর একজন বাসিন্দা। বিচারপতি সৌমেন সেনের (Justice Soumen Sen) এজলাসের দ্বারস্থ হয়েছেন তিনি।
কোন দাবিতে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ করুণাময়ীর বাসিন্দা?
বিকাশ ভবন সংলগ্ন অঞ্চলে চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ চলছে। নিত্যদিন নতুন কোনও ঘটনা ঘটছে সেখানে। আবেদনকারীর কথায়, পুলিশি নিষ্ক্রিয়তার জেরে আমজনতা সমস্যায় পড়ছে। এই পরিস্থিতিতে বিকাশ ভবনের আশেপাশের অঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়েই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন করুণাময়ীর এক বাসিন্দা। দ্রুত শুনানির আবেদন জানিয়েছন তিনি।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই ওই ব্যক্তিকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে হাইকোর্ট। তবে দ্রুত শুনানির আবেদনে সায় দেয়নি আদালত। এই বিষয়ে বিচারপতির পর্যবেক্ষণ, ‘কলকাতা হাইকোর্টে ৭০০ জনস্বার্থ মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ৮০% মামলার সঙ্গেই কোনও জনস্বার্থ যুক্ত নেই। অনেক মামলাই প্রচারকেন্দ্রিক মামলা’।
আরও পড়ুনঃ অপেক্ষার অবসান! রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে নিলেন মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, গত এপ্রিল মাসে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিলের রায় দেয় সুপ্রিম কোর্ট। এরপর থেকে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা প্রতিবাদে নেমেছেন। সুপ্রিম রায় আসার পর প্রায় দেড় মাস কেটে গেলেও আন্দোলন থামেনি। বিকাশ ভবনের (Bikash Bhawan) সামনে এখনও অবস্থান চলছে। গত বৃহস্পতিবার ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হলেও প্রতিবাদ অব্যাহত।
ইতিমধ্যেই প্রতিবাদী চাকরিহারাদের বেশ কয়েকজনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। অনেককে তলবও করা হয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন করুণাময়ী অঞ্চলের এক বাসিন্দা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি। শুনানি কবে হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।