এতকিছুর পরেও ভারতে টুর্নামেন্ট খেলতে আসতে চায় পাকিস্তান! ভিসার জন্য জানানো হল কাতর আর্জি

Published On:

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি পহেলগাঁও-তে ঘটা ভয়াবহ জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার লক্ষ্যে “অপারেশন সিঁদুর” সম্পন্ন করেছে ভারত (India)। শুধু তাই নয়, ভারতের তরফে একাধিক পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। এমতাবস্থায়, ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের ভিসাও বাতিল করেছে। যদিও, এই আবহেই ভারতে খেলতে আসতে চায় পাকিস্তান। হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি।

ভারতে (India) টুর্নামেন্ট খেলতে আসতে চায় পাকিস্তান:

মূলত, বিহারের রাজগিরে চলতি বছরের এশিয়া কাপ সম্পন্ন হতে চলেছে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৭ অগাস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। এমতাবস্থায়, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় পাকিস্তান। শুধু তাই নয়, ইতিমধ্যেই তারা এশিয়ান হকি ফেডারেশনের কাছে ভিসার আর্জি জানিয়েছে বলেও জানা গিয়েছে। এই প্রসঙ্গে পাকিস্তানের হকি সংস্থার এক উচ্চ আধিকারিক জানিয়েছেন যে, পাকিস্তান দলের কাছে এশিয়া কাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণ হল, আগামী বছর নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে সম্পন্ন হবে পুরুষদের হকি বিশ্বকাপের আসর। আর সেই বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পর্ব হিসেবে বিবেচিত হবে এই এশিয়া কাপ।

Pakistan wants to come to India to play tournament.

ওই আধিকারিক আরও জানিয়েছেন, বিশ্বকাপে যাওয়ার সুযোগ আমরা হারাতে চাই না। আর সেই কারণেই অংশগ্রহণ করতে চাই এশিয়া কাপে। ওই প্রতিযোগিতায় অংশ নিলে হকি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ বৃদ্ধি পাবে।” তিনি বলেন, “আমার বিশ্বাস রয়েছে, ভারতীয় হকি সংস্থা একটা সমাধানসূত্র বের করবে।” এছাড়াও, ওই আধিকারিক বলেন যে ভিসা নিশ্চিতের লক্ষ্যে এশিয়ান হকি ফেডারেশনের কাছে আর্জি জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই প্রতিযোগিতায় আয়োজক দেশ ভারত (India) ছাড়াও অংশগ্রহণ করার কথা রয়েছে কোরিয়া থেকে শুরু করে জাপান, চিন, ওমান মালয়েশিয়া, চাইনিজ তাইপে এবং পাকিস্তানের।

আরও পড়ুন: ফের বাজিমাত ভারতের! এশিয়া কাপে বড় সিদ্ধান্ত BCCI-র! ২০০ কোটির ঝটকা পেল পাকিস্তান

এদিকে, সামগ্রিকভাবে দেখতে গেলে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের ভারতে আসার বিষয়ে সমস্ত কিছু নির্ভর করছে ভারত (India) সরকারের সিদ্ধান্তের ওপর। পাশাপাশি, পাকিস্তান যদি ভারতে আসার অনুভূতি না পায় সেক্ষেত্রে কোনও অন্য দল খেলার সুযোগ পাবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে এশিয়ান হকি ফেডারেশন।

আরও পড়ুন: কমিয়েছেন ১০ কেজি ওজন! নেটে ঝরাচ্ছেন ঘাম, কোহলির পরিবর্তে দাপট দেখাতে প্রস্তুত ভারতের এই ব্যাটার

ইতিমধ্যেই হকি ইন্ডিয়ার সচিব ভোলানাথ সিং সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, “এই বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। সামগ্রিক বিষয়ে আমরা সরকারের নির্দেশ অনুসরণ করব। অতীতেও আমরা এটা করেছি। অপারেশন সিঁদুরের পর আমদের তরফে কোনও ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়।” তিনি আরও জানান, এই টুর্নামেন্ট শুরু হতে এখনও প্রায় ৩ মাস বাকি রয়েছে। তাই, এই বিষয়ে সরকার যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত হিসেবে বিবেচিত করা হবে। এদিকে, হকি ইন্ডিয়ার এই মনোভাবের পরিপ্রেক্ষিতে চিন্তা বেড়েছে পাকিস্তানের। কারণ, এমনিতেই ২০২৩ সালের বিশ্বকাপে পাকিস্তান যোগ্যতা অর্জন করতে পারেনি। আর এবার তাদের বিশ্বকাপের সফর নির্ভর করবে এশিয়ান হকি ফেডারেশনের সিদ্ধান্তের ওপরেই। এদিকে যদিও যেহেতু এবারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত (India) সেই কারণে এশিয়ান হকি ফেডারেশনকে এই বিষয়ে ভারতের সাথেও কথা বলতে হবে।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X