‘আমি বাবার কাছে যাব,’ কী ইচ্ছা ছিল প্রীতমের? ছেলের মৃত্যুর ঠিক আগে যা বলেছিলেন রিঙ্কু…

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ তরতাজা ছেলেকে হারিয়ে শোকে কাতর রিঙ্কু মজুমদার (Rinku Majumdar)। গত মাসেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রিঙ্কু। নতুন সংসার গুছিয়ে ওঠার আগেই আসে পুত্রের মৃত্যু সংবাদ। ১৩ মে নিজের একমাত্র সন্তানকে হারান বিজেপি নেত্রী।

প্রীতমকে নিয়ে কী বলেছিলেন রিঙ্কু? Rinku Majumdar

ছেলের মৃত্যর পর, সমাজমাধ্যমে অনেকেই কাঠগড়ায় তুলেছেন মা রিঙ্কুর দিকে। তবে রিঙ্কুর গোটা জীবনটাই ছিল ছেলেকে আবর্তিত। ছেলের মৃত্যুর কিছুদিন আগে রিঙ্কুর দেওয়া এক সাক্ষাৎকরের টিজার সামনে এসেছে। যেখানে দেখা গেল নিজের থেকেও বেশিবার তিনি ছেলের কথা বলেছেন। কীভাবে ছেলে ভালো থাকবে, কিসে ভালো থাকবে, কীভাবে ছেলেকে বড় করেছেন, সেই সব কথাই ভাগ করে নেন তিনি। পাশাপাশি জানান ‘বাবা’র সঙ্গে থাকা নিয়ে প্রীতম কতটা আগ্রহী সেটা।

স্ট্রেট আপ উইথ শ্রী নামক এক পডকাস্টে, রিঙ্কু বলেন, ‘ছেলেকে খুশি করাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য, চেষ্টা করে গিয়েছি ওকে মা-বাবা দুজনের জায়গাটা দেওয়ার।’ রিঙ্কু বলেন, ‘কাকা-মামা তাঁরাও খোঁজ নিতেন না। তাঁরা ভাবত, খোঁজ নিলে যদি সাহায্য করতে হয়।’ এরপরই ওঠে দিলীপ ঘোষ প্রসঙ্গ।

ভিডিও দেখুন: https://youtu.be/jcPMBx8GxNo?si=UTUcIxTQsIhuoJ7f

পডকাস্টেই রিঙ্কু জানান দিলীপ ঘোষকে কতটা পছন্দ করতেন প্রীতম। তার সঙ্গে থাকার ইচ্ছা ছিল প্রীতমের। রিঙ্কু বলেন, ‘ও তো ওর বন্ধুদেরকে বলে, আমি বাবার কাছে যাব। ওখানেই থাকব। ওঁর একটা ইমোশনাল ডিজায়র অর্থাৎ মানসিক ইচ্ছে আছে একসঙ্গে থাকার।’

প্রসঙ্গত, রিঙ্কু মজুমদারের প্রথম বিয়ে টেকেনি। একা হাতে বড় করেছেন ছেলেকে। রিঙ্কুর পুরনো এক প্রতিবেশী সংবাদমাধ্যমকে জানান, প্রথম থেকেই রিঙ্কুর ওপর তার প্রথম স্বামী রাজা অত্যাচার করতো। একা হাতে ছোট থেকে ছেলেকে বড় করেছেন রিঙ্কু। মানুষের মত মানুষ করেছেন। মায়ের সবটা জুড়ে শুধুই ছেলে ছিল।

BJP leader Dilip Ghosh wife Rinku Majumdar son death

আরও পড়ুন: রেড কার্পেটে কেলেঙ্কারির একশেষ! প্রথম ভারতীয় হিসেবে কানে লজ্জার নজির গড়লেন উর্বশী

গত মঙ্গলবার সকালে নিউটাউনে দিলীপ ঘোষ পত্নী রিঙ্কু মজুমদারের (Rinku Majumdar) শাপুরজি আবাসন থেকে উদ্ধার হয় তার একমাত্র ছেলে সৃঞ্জয় মজুমদারের ওরফে প্রীতমের নিথর দেহ। অগ্ন্যাশয়ের প্রদাহ থেকে মৃত্যু হয়েছে বছর ছাব্বিশের প্রীতমের।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X