বাংলা হান্ট ডেস্কঃ গলা অবধি মদ্যপান করে নিজের দেহরক্ষীকে গুলি করার চেষ্টা। গত রবিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে। এবার সেই অভিযোগে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) এক নেতাকে গ্রেফতার করল পুলিশ (West Bengal Police)। সূত্র মারফৎ জানা যাচ্ছে, এর আগেও একবার ওই নেতার বিরুদ্ধে দেহরক্ষীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল। এবার সোজা তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল।
কোন তৃণমূল (Trinamool Congress) নেতার বিরুদ্ধে দেহরক্ষীকে লক্ষ্য করে গুলিচালনার অভিযোগ?
নদিয়ার করিমপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সাজিজুল হক ওরফে মিঠু। তাঁর নিরাপত্তার জন্য জাহাঙ্গির আলম নামে রাজ্য পুলিশের একজন কনস্টেবল রয়েছেন। রবিবার গভীর রাতে তাঁকে লক্ষ্য করেই সাজিজুল গুলি চালানোর চেষ্টা করেন বলে অভিযোগ।
তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে অভিযোগ, রবিবার রাতে মদের নেশায় চুর হয়ে বাড়ি ফিরেছিলেন। দরজা থেকেই পরিবারের লোকজনকে নোংরা ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। এরপর তাঁর নিশানায় চলে আসেন দেহরক্ষী জাহাঙ্গির। গভীর রাত অবধি চিৎকার চেঁচামেচির পর আচমকাই নিজের কাছে থাকা আগ্নেয়াস্ত্র বের করে জাহাঙ্গিরকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন সাজিজুল।
আরও পড়ুনঃ ৩ দিন কলকাতায় চলবে না কোনও বাস? বাসযাত্রীদের জন্য জোর ধাক্কা, বিপাকে পড়ার আগেই জানুন
অল্পের জন্য রক্ষা পান রাজ্য পুলিশের ওই কনস্টেবল (Police Constable)। নেশায় টলতে থাকা তৃণমূল নেতার গুলি গিয়ে লাগে বাড়ির দরজায়। এরপরেই থানায় খবর দেন জাহাঙ্গির। পুলিশ এসে করিমপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতিকে গ্রেফতার করে।
জানা যাচ্ছে, ধৃত তৃণমূল নেতার কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। সাজিজুল সেগুলি কোথা থেকে পেলেন তা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, সময়ে অসময়ে বিভিন্ন কারণে সংবাদের শিরোনামে উঠে আসেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। তবে মদ্যপ অবস্থায় নিজের দেহরক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা কার্যত নজিরবিহীন। আগামী দিনে ওই তৃণমূল (Trinamool Congress) নেতার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয় সেটাই দেখার।