বাংলা হান্ট ডেস্কঃ তিনদিনের উত্তরবঙ্গ সফরে (North Bengal Trip) গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার শিল্প বৈঠক করেছেন। মঙ্গলবার শিলিগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ির ভিডিওকন গ্রাউন্ডে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। সেখান থেকে নানান প্রকল্পের সূচনা ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
উত্তরবঙ্গের জন্য কী কী ঘোষণা করলেন মমতা (Mamata Banerjee)?
এদিন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘উত্তরবঙ্গে আগে কোনও উন্নয়ন হয়নি। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে। আজ সব দিক থেকে উত্তরবঙ্গ এগিয়ে চলেছে’।
চা সুন্দরী প্রকল্পে (Chaa Sundari Scheme) এদিন আরও বাড়ি নির্মাণের ঘোষণা করেন মমতা। এই উদ্যোগের ফলে অগুনতি চা শ্রমিকের সুরাহা হবে। সেই সঙ্গেই চা বাগানে ঘেরা বীরপাড়ায় ৯ কোটি টাকা খরচ করে হাসপাতাল তৈরির ঘোষণাও করেন তিনি। এছাড়া উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য একাধিক অঞ্চলে রাস্তা এবং কালভার্ট নির্মাণের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
দক্ষিণেশ্বর, কালীঘাটের পর এবার জল্পেশ মন্দিরেও স্কাই ওয়াক তৈরি হবে বলে জানান মমতা। এর জন্য খরচ হবে ৫ কোটি টাকা। সেই সঙ্গেই বানারহাট শীতলা মন্দিরেও সংস্কার করা হবে। এর জন্য ১ কোটি টাকা ব্যয় হবে। এর পাশাপাশি মর্গান হাউসের সংস্কার করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
এছাড়া ৬০ কোটি টাকা খরচ করে ফালাকাটায় অ্যাপ্রোচ রোড নির্মাণ, উত্তরায়ণের পাশে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি ও জলপাইগুড়ি সদর ব্লকে উৎকর্ষ কেন্দ্রের জন্যে ৪ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেন মমতা।
এদিন নানান প্রকল্পের সূচনা ও উদ্বোধনের পাশাপাশি উত্তরবঙ্গ থেকে শান্তির বার্তা দেন মুখ্যমন্ত্রী। মমতা (Mamata Banerjee) বলেন, ‘দাঙ্গা চাই না, শান্তি চাই’। সেই সঙ্গেই বিজেপিকেও নিশানা করেন তিনি। নাম না নিয়েই বলেন, ‘যদি দাঙ্গা হয়, তাহলে রাজনীতির লোকেরা রাজনীতি করার সুযোগ পাবে’।