ফের বাংলার বাড়ি প্রকল্পে টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, কবে, কিভাবে মিলবে?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ প্রথম কিস্তির টাকা সময় মতো পৌঁছে গিয়েছে। আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে। যেমন কথায় তেমন কাজ। সূত্রের খবর, মঙ্গলবার থেকে এই প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হচ্ছে। উপভোক্তাদের চিন্তা দূর করে নির্ধারিত সময়ের আগেই আবাস প্রকল্পে দ্বিতীয় কিস্তির বরাদ্দ।

দেওয়া শুরু হল দ্বিতীয় কিস্তির টাকা! Bangla Awas Yojana

বহুদিন থেকে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ রয়েছে। বহু কাঠখড় পুড়িয়েও জট না খোলায় নিজের কোষাগার থেকেই আবাসে (Bangla Awas Yojana) বাড়ি বানিয়ে দিচ্ছে রাজ্য সরকার। আগেই প্রথম কিস্তির টাকা পেয়েছেন বাংলার উপভোক্তারা। এবার পালা দ্বিতীয় কিস্তির। এই প্রকল্পের আওতায় থাকা প্রায় ১২ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেবে রাজ্য। (West Bengal government)।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগামী জুন মাসে আবাসের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হওয়ার কথা ছিল। তবে মে মাসের মধ্যেই সেই কাজ শুরু করে দিল প্রশাসন। উল্লেখ্য, দুই দফায় মোট ১ লক্ষ ২০ হাজার করে আবাসের টাকা দেওয়ার কথা রাজ্যের ১২ লক্ষ উপভোক্তাকে। যার মধ্যে ১১ লক্ষ আবাসের মূল তালিকায় থাকা উপভোক্তা এবং ১ লক্ষ বিভিন্ন বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত উপভোক্তা রয়েছেন তালিকায়।

ইতিমধ্যেই প্রথম কিস্তির ৬০ হাজার করে মোট প্রায় ৭ হাজার ২০০ কোটি টাকা প্রদান করেছেন রাজ্য। বাকি টাকা দেওয়ার কাজও দ্রুত শুরু করে দিল প্রশাসন। এবার আবাসের ১২ লক্ষ উপভোক্তা বাকি টাকা পেতে চলেছেন। সূত্রের খবর, এর জন্য ৭ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অর্থ দফতর তরফে।

ভিডিও দেখুন: https://youtu.be/8Y7itFJFfv8?si=IVJddMYVau2WNBDE

বাংলার বাড়ির বাকি ১৬ লক্ষ উপভোক্তার তালিকা চূড়ান্ত করা হবে এরপর। চলতি বছরের ডিসেম্বরে তাঁদের টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, আবাসে বাড়ি তৈরির কাজ কোথায় কত দূর হয়েছে, কতটা বাকি রয়েছে, তা সরেজমিনে খতিয়ে দেখার কাজ চলছে মন্ত্রী এবং সচিব স্তরে। পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার নিজে সশরীরে গিয়ে বহু জেলার কাজ গিয়ে খতিয়ে দেখেছেন।

awas bandhu

আরও পড়ুন: জলসায় নতুন মেগার ছড়াছড়ি, লম্বা বিরতির পর ছোটপর্দায় ফিরছেন এই জনপ্রিয় নায়ক

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের প্রচারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেবে রাজ্য। ভোটে বিপুল জয়ের পর জনতাকে দেওয়া কথা মাথায় রেখে আবাসের টাকা দেওয়া শুরু করে রাজ্য।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X