বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গ সফরে গিয়ে ডাবগ্রাম-ফুলবাড়িতে প্রশাসনিক সভামঞ্চ থেকে মঙ্গলবার বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, “লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম। সারাজীবন পর্যন্ত চলবে।”
‘সারাজীবন চলবে লক্ষ্মীর ভাণ্ডার’ Lakshmir Bhandar
মুখ্যমন্ত্রী বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম। সারাজীবন চলবে। মেয়েদের সম্মান, মা-বোনদের সম্মান। কেউ কেউ এখন থেকে বলছে এত দেব, অত দেব। অনেকে অনেক কথা বলে।”
এরপরই বিরোধীদের তোপ দেগে মমতা বলেন, “ভোটের আগে যা বলেছিল, দেয়নি। মুম্বইয়ে দেয়নি, মধ্যপ্রদেশে দেয়নি, রাজস্থানে দেয়নি। এরা ভোটের আগে একরকম বলে। ভোটের পরে ভুলে যায়। আমরা এসব করি না। আমরা যা বলি, আমরা সেটা করি।”
ভিডিও দেখুন: https://youtu.be/jcPMBx8GxNo?si=UTUcIxTQsIhuoJ7f
প্রসঙ্গত, রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বসয়ী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা করে পান। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প এনেছিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: বিকাশ ভবনের সামনে অবস্থান চলছে! এর মাঝেই মমতা-ব্রাত্যকে খোলা চিঠি চাকরিহারাদের, কী দাবি?
ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখবর আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। হয়তো চলতি বছরের শেষের দিকে বা আগামী বছর একদম শুরুতে লক্ষ্মীর ভান্ডার নিয়ে সুখবর আসবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, ২০০০ টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে ভাতা। যদিও এই নিয়ে সরকারি ভাবে কিছু বলা হয়নি।