বাংলা হান্ট ডেস্কঃ মাধ্যমিক পাশের পর পড়ুয়াদের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। কোন বিভাগ নিয়ে পড়াশোনা, কী কী বিষয় থাকবে, একাধিক জিনিস ঠিক করতে হয় তাঁদের। তার মধ্যে উচ্চ মাধ্যমিকে (Higher Secondary) আবার যুক্ত হয়েছে একাধিক নতুন বিষয়। এই পরিস্থিতিতে মাধ্যমিক উত্তীর্ণদের ‘চাপ’ কিছুটা কমাতে বড় উদ্যোগ নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। উচ্চ মাধ্যমিক স্তরে কোন বিষয়ে পড়াশোনা কেমন? মাধ্যমিক উত্তীর্ণদের বিজ্ঞাননির্ভর বিষয় নির্বাচনে সহায়তা করতে এবার বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) বড় উদ্যোগ
জানা যাচ্ছে, সংশ্লিষ্ট কর্মসূচির নাম রাখা হয়েছে ‘বুটস্ট্র্যাপ প্রোগ্রাম’ (Bootstrap Program)। এর মাধ্যমে উচ্চ মাধ্যমিকের পড়াশোনার ধরণ, নানান বিষয়ের পাঠ্যক্রমে কী থাকবে, সেই বিষয়ে পড়ুয়াদের জানানো হবে। সেই সঙ্গেই উচ্চশিক্ষার ক্ষেত্রে কৃত্রিম মেধা, ডেটা সায়েন্সের মতো বিষয়গুলি কেন প্রাসঙ্গিক, সেটা নিয়েও আলোচনা করা হবে।
জানা যাচ্ছে, পদার্থবিদ্যা, জীববিদ্যা, রসায়ন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, রাশিবিজ্ঞানের মতো বিষয়গুলির ক্লাস ২৬ মে-৩০ মে ও ৯ জুন হবে। সংশ্লিষ্ট দিনগুলিতে ছাত্রছাত্রীরা বেলা ১২:৩০ থেকে ক্লাসে যোগ দিতে পারবেন। যে সকল পড়ুয়া অনলাইন ক্লাসে আগ্রহী, তাঁদের আগামী ১৫ জুনের মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করিয়ে নিতে হবে।
আরও পড়ুনঃ বিকাশ ভবনের সামনে অবস্থান চলছে! এর মাঝেই মমতা-ব্রাত্যকে খোলা চিঠি চাকরিহারাদের, কী দাবি?
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya) বলেন, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার আগে আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য মূলত কম্পিউটার নির্ভর বিষয়গুলির জন্য অফলাইনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গেই বিজ্ঞাননির্ভর বিষয়গুলি নিয়ে প্রাথমিক ধারণা পরিষ্কার করা ও আগামীদিনে পেশা প্রবেশের ক্ষেত্রে এর কী ভূমিকা, সেই বিষয়েও আলোচনা করা হবে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির কথায়, ‘কলকাতা ও পার্শ্ববর্তী জেলার ছাত্রছাত্রীদের জন্য আপাতত এই কর্মসূচি শুরু হয়েছে। তবে অন্যান্য বাকি জেলার শিক্ষার্থীদের জন্যেও বেশ কিছু কর্মসূচির পরিকল্পনা আছে’।
জানা যাচ্ছে, আগামী জুন মাসের নানান দিনে নানান বিষয়ে ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাসের বন্দোবস্ত থাকছে। তবে আপাতত শিক্ষা সংসদের দফতরে অফলাইনে মোট ২০০ জন ছাত্রছাত্রীকে নিয়ে এই বিশেষ শিবির চলবে।
উল্লেখ্য, চলতি বছর উচ্চ মাধ্যমিক স্তরে বেশ কিছু নতুন বিষয় যুক্ত হয়েছে। সেই সঙ্গেই বেশ কয়েকটি বিষয়ের পাঠ্যক্রমে বদল আনা হয়েছে। এই আবহে ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবে বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। এর ফলে পড়ুয়াদের সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।