DA মামলায় স্বস্তি বাংলার সরকারি কর্মীদের! এরই মধ্যে বেতন নিয়ে সুখবর আসতে চলেছে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Government Employees) জন্য সুখবর আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। বহু অপেক্ষার পর অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। ২০২৬ সালের জানুয়ারির মধ্যেই অষ্টম পে কমিশন গঠন করা হবে বলে জানানো হয়েছে। অষ্টম বেতন কমিশন কবে থেকে চালু হবে সেই অপেক্ষায় রয়েছেন সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

কতটা বাড়বে বেতন? Government Employees

নয়া পে কমিশন চালু হলে ১ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা এখান থেকে সুবিধা পাবেন। বাড়বে সরকারি কর্মীদের বেতন সহ অন্যান্য ভাতা। অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ফিটমেন্ট ফ্যাক্টর। একাধিক রিপোর্টে বলা হচ্ছে, অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) ফিটমেন্ট ফ্যাক্টর কমপক্ষে ২.৫৭ হওয়া উচিত।

সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭। সেই সময় ৭ হাজার থেকে একধাক্কায় বেতন বেড়ে হয়েছিল ১৮ হাজার। ষষ্ঠ বেতন কমিশনে তা ছিল ছিল ১.৯২। অষ্টম বেতন কমিশনে এই ফিটমেন্ট ফ্যাক্টর অনেকটাই বাড়তে পারে বলে আশা করছেন সরকারি কর্মীরা। এই ফিটমেন্ট ফ্যাক্টর সমগ্র বেতন পরিকাঠামোতেই বিরাট পরির্তন ঘটাতে পারে।

ভিডিও দেখুন: https://youtu.be/jcPMBx8GxNo?si=UTUcIxTQsIhuoJ7f

২০১৬ সালে সপ্তম বেতন কমিশন ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর প্রস্তাব করেছিল, সেই সময় ন্যূনতম বেতন ৭,০০০ টাকা থেকে বেড়ে ১৮,০০০ টাকা হয়েছিল। প্রসঙ্গত, বেতন সংশোধন মূলত ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ এর উপর নির্ভর করে। এই ফিটমেন্ট ফ্যাক্টর হল বর্তমান মূল বেতনের জন্য প্রয়োগ করা একটি গুণক।

Central Government employees 8th Pay Commission CGHS latest update

আরও পড়ুন: টিটাগড় বিস্ফোরণে তৃণমূল কাউন্সিলর গ্রেফতার! কে এই আরমান? আসল পরিচয় চমকে দিতে পারে

অষ্টম পে কমিশনে সংশোধিত ও পরিমার্জিত হবে কর্মীদের বেসিক পে, সহ বিভিন্ন অ্যালোয়েন্স বা ভাতা। যেমন মহার্ঘ ভাতা, ভ্রমণ ভাতা, মেডিক্যাল অ্যালোয়েন্স, চিল্ড্রেন এডুকেশন এবং এইচআরএ, সবই সংশোধিত হবে। উপকৃত হবেন চাকুরীজীবি ও পেনশনভোগীরা।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X