প্রণাম প্রকল্প চালু বাংলায়

রাজীব মুখার্জী, হাওড়াঃসাম্প্রতিক কালে রাজ্যের মুখ্যমন্ত্রী বেহালার শিশিরবাগানের মতো ঘটনায় বৃদ্ধার হত্যাকাণ্ডের পরে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন। এবং পুলিশ কে নির্দেশ দেন তিনি এই মানুষ গুলোকে নিরাপত্তা দিতে চালু হয়েছে প্রণাম কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে পৌঢ় ও বয়স্কদের নিরাপত্তা দিতে বিশেষ চিন্তা ভাবনা রয়েছে কলকাতা পুলিশের । ইতিমধ্যেই চালু হয়েছে “প্রণাম” প্রকল্প ।

এই প্রকল্পে আরো বেশি করে পরিষেবা দিতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে কলকাতা পুলিশ । যোগাযোগ করা হচ্ছে বিভিন্ন এলাকার পৌঢ় ও বয়স্কদের বাড়ি বাড়ি গিয়ে। কলকাতা শহরের সমস্ত থানার সাথে যোগাযোগ করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে এই সব বয়স্ক মানুষদের পুলিশের সরাসরি সম্পর্ক তৈরির কথা জানান তিনি।

Screenshot 2019 0802 143709
এদিন হাওড়ার আলু পাড়ায় নবনির্মিত পুলিশ ট্রেনিং স্কুলে বৃক্ষরোপন অনুষ্ঠানে এসে জানালেন কলকাতা পুলিশের নগরপাল অনুজ শর্মা ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর