বাংলা হান্ট ডেস্কঃ বৈশাখী দহনে পুড়ছে বাংলা। দিনের বেলা প্রখর রোদ, রাতে ভ্যাপসা গরম। দুইয়ের জেরে কার্যত নাজেহাল রাজ্যবাসী। এর মধ্যেই কষ্ট বাড়াচ্ছে ঘন ঘন লোডশেডিং (Loadshedding)। এবার সেই সমস্যা দূর করতে উদ্যোগী রাজ্য সরকার (Government of West Bengal)। তীব্র গরমে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা দূর করতে বড় সিদ্ধান্ত নিল বিদ্যুৎ দফতর (Department of Power) ।
লোডশেডিংয়ের সমস্যা দূর করতে কী পদক্ষেপ রাজ্যের (Government of West Bengal)?
হাঁসফাঁস গরম থেকে বাঁচতে অনেকেই নিজেদের বাড়িতে এসি বসাচ্ছেন। অনেক ক্ষেত্রেই বিদ্যুৎ বিভাগের থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। সেই কারণে সাব স্টেশনগুলির ওপর চাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এর জেরে ঘন ঘন কারেন্ট চলে যাওয়ার মতো সমস্যা হচ্ছে। সারাদিনে যখন তখন বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে বহু এলাকায়। বিশেষত গ্রামীণ অঞ্চলে এই অসুবিধা বেশি দেখা যাচ্ছে বলে খবর।
এই সমস্যার সমাধান করতে এবার সাব স্টেশনগুলির (Sub Station) ক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য বিদ্যুৎ দফতর। নদিয়া জেলায় এই কাজ শুরু হয়ে গিয়েছে। বিদ্যুৎ দফতর সূত্রে খবর, যে সকল সাব স্টেশনের ক্ষমতা ৫-৭ মেগাভোল্ট অ্যাম্পিয়ার অবধি, সেগুলি বৃদ্ধি করে ১০ মেগাভোল্ট অ্যাম্পিয়ার করা হচ্ছে।
আরও পড়ুনঃ ‘যোগ্য-অযোগ্য বাছতে হবে না, একজনই অযোগ্য তিনি হলেন…’! নিয়োগ দুর্নীতিতে বোমা ফাটালেন শুভেন্দু
কল্যাণী, রানাঘাট সাব ডিভিশনের অধীন একাধিক সাব স্টেশনে এই কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এর পাশাপাশি বিদ্যুৎ (Electricity) সরবরাহে যাতে কোনও সমস্যা না হয়, সেটা সুনিশ্চিত করতে রানাঘাট ডিভিশনে একটি নয়া সাব স্টেশন বানানো হয়েছে।
তীব্র গরমে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা কমাতে বিদ্যুৎ দফতরের তরফ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হলেও গ্রামীণ এলাকাগুলিতে এখনও সমস্যা রয়েছে বলে খবর। কৃষ্ণনগর ১ নং ব্লকের কুলগাছি অঞ্চলে রোজই কারেন্ট চলে যাওয়ার মতো সমস্যা হচ্ছে। কালীগঞ্জ থানা অঞ্চলেও ঘন ঘন লোডশেডিংয়ের সমস্যা হচ্ছে। এছাড়া অল্প ঝড়বৃষ্টি হলে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা তো রয়েছেই।
বৈশাখের তীব্র গরমে একদিকে নাজেহাল রাজ্যবাসী, তার মধ্যে কষ্ট বাড়াচ্ছে লোডশেডিংয়ের সমস্যা। এই অসুবিধা দূর করতে ইতিমধ্যেই বেশ কিছু উদ্যোগ নিয়েছে রাজ্য (Government of West Bengal) বিদ্যুৎ দফতর। এর ফলে এই সমস্যাগুলির সমাধান হবে বলে মনে করা হচ্ছে।