বাঙালি মুসলিমদের মধ্যে গ্রহণযোগ্যতা নেই ফিরহাদের, প্রভাব কমেছে সিদ্দিকুল্লার! ফের বিস্ফোরক হুমায়ুন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দু’জনেই রাজ্যের মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা। এবার দলীয় সতীর্থ ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও সিদ্দিকুল্লা চৌধুরীকে (Siddiqullah Chowdhury) নিয়েই বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। কয়েক মাস আগেই একাধিক ইস্যুতে মুখ খুলে বিতর্কে জড়িয়েছিলেন। এবার নিজের দলের দুই নেতাকেই নিশানা করলেন তিনি।

ফিরহাদ-সিদ্দিকুল্লাকে নিয়ে কী বললেন হুমায়ুন (Humayun Kabir)?

ফিরহাদ হাকিম রাজ্যের পুরমন্ত্রী, সেই সঙ্গেই কলকাতা পুরসভার মেয়র। অন্যদিকে সিদ্দিকুল্লা চৌধুরী গ্রন্থাগার মন্ত্রী। এবার হুমায়ুনের নিশানায় তাঁরই দলের এই দুই নেতা। ভরতপুরের বিধায়কের দাবি, বাঙালি মুসলিমদের মধ্যে ফিরহাদ ওরফে ববির গ্রহণযোগ্যতা কমেছে। সিদ্দিকুল্লার প্রভাবও মুসলিমদের মধ্যে হ্রাস পেয়েছে বলে দাবি করেন তিনি। সেই কারণে বাঙালি মুসলিমদের মন বুঝতে একটি বিশেষ সমীক্ষা করাচ্ছেন এই তৃণমূল বিধায়ক।

সম্প্রতি টিভি নাইন বাংলার মুখোমুখি হয়েছিলেন হুমায়ুন। সেখানেই একথা জানান তিনি। তৃণমূল (Trinamool Congress) নেতার কথায়, রাজ্যে ২ কোটি ১০ লক্ষ মুসলিম ভোটার রয়েছে। তাঁদের কাছে মন্ত্রী ফিরহাদের গ্রহণযোগ্যতা নেই। সিদ্দিকুল্লার গ্রহণযোগ্যতা রয়েছে। তবে বিগত ৯ বছর ধরে মন্ত্রী থাকার সুবাদে তিনি কোনও কাজ করতে পারেননি। ফলে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে তাঁর ভাবমূর্তি নষ্ট হয়েছে। এরপরেই রাজ্যজুড়ে বিশেষ সমীক্ষা করানোর কথা বলেন হুমায়ুন।

আরও পড়ুনঃ ‘সীমান্ত এলাকা খুব সংবেদনশীল’, ‘কোনও জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে’! সতর্ক করলেন মমতা

ভরতপুরের বিধায়ক জানান, ‘গোটা রাজ্যে যে সকল মুসলিম অধ্যুষিত আসন আছে, সেখানে মুসলিমরা কী চাইছেন, তাঁদের মনের মধ্যে কী চলছে, সেটা জানতেই এই সমীক্ষা। একটা বিশেষ টিম তৈরি করেছি আমি। সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের প্রথমে তাঁরা আমায় সার্বিক রিপোর্ট দেবে’।

Trinamool Congress Humayun Kabir Bharatpur

উল্লেখ্য, বিস্ফোরক মন্তব্যের জেরে নানান সময়ে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। কয়েক মাস আগে তাঁকে শোকজও করেছিল দল। বেশ কিছুদিন ‘শান্ত’ থাকার পর এবার দলেরই দুই নেতাকে নিশানা করলেন ভরতপুরের বিধায়ক।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X