বাংলা হান্ট ডেস্কঃ সন্ত্রাসবাদ কিছুতেই বরদাস্ত নয়! কেন্দ্রীয় সরকারের (Central Government) এই জিরো টলারেন্স নীতির কথাই বিশ্ব দরবারে তুলে ধরবে সর্বদলীয় প্রতিনিধিদল। সেই উদ্দেশেই বুধবার বিদেশ রওনা দিল জেডিইউর সাংসদ সঞ্জয় ঝায়ের নেতৃত্বাধীন টিম। যার অন্যতম সদস্য হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল (Trinamool Congress) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ইতিমধ্যেই টোকিও পৌঁছে গিয়েছেন তাঁরা।
বিদেশ সফরে কী কী বার্তা দেবেন অভিষেকরা (Abhishek Banerjee)?
পহেলগাঁও কাণ্ড, অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করতে ইতিমধ্যেই একাধিক সর্বদলীয় প্রতিনিধিদল গড়ে তোলা হয়েছে। তার মধ্যে একটি দলের অংশ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। গতকাল নয়াদিল্লি থেকে রওনা দেওয়ার আগে প্রতিনিধিদলের সদস্যদের হাতে দু’টি ‘ডসিয়ের’ তুলে দেয় বিদেশ মন্ত্রক।
All-Party Parliamentary Delegation led by Hon’ble MP Shri Sanjay Kumar Jha arrives in Tokyo, welcomed by Ambassador @AmbSibiGeorge. India’s unwavering stand against cross-border terrorism, as seen in Op. Sindoor, will be highlighted in all engagements.#NeverForgetNeverForgive… pic.twitter.com/6wfWH3gKor
— India in Japanインド大使館 (@IndianEmbTokyo) May 21, 2025
সঞ্জয় ঝায়ের নেতৃত্বাধীন এই সর্বদলীয় প্রতিনিধিদল জাপান, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর যাবে। সংসদীয় সূত্রে জানা যাচ্ছে, ভারত কেন পাক অধিকৃত কাশ্মীর ফেরত চাইছে, বিদেশে তার সংক্ষিপ্ত ব্যাখ্যা দেবে এই সর্বদলীয় প্রতিনিধিদল। এই প্রসঙ্গেই তুলে ধরা হবে, আদি শঙ্করাচার্যের বাসভূমি হল কাশ্মীর। ইচ্ছাকৃতভাবে সেখানে বারবার হামলা চালাচ্ছে পাকিস্তান।
আরও পড়ুনঃ ৪৮ ঘণ্টার মধ্যে জেলমুক্তির নির্দেশ! বড় রায় দিয়ে দিল কলকাতা হাইকোর্ট, কোন মামলায়?
এর পাশাপাশি জানানো হবে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এই লড়াই চলবে। এই বিষয়ে দেশের অবস্থানে কোনও বদল আসবে না। সর্বোপরি শাসক-বিরোধী উভয়েই এই বিষয়ে একমত- এই বার্তা বিশ্ব দরবারে তুলে ধরবে সর্বদলীয় প্রতিনিধিদলের সদস্যরা। জানা যাচ্ছে, বিদেশ মন্ত্রকের তরফ থেকে প্রতিনিধিদলের হাতে যে ‘ডসিয়ের’ তুলে ধরা হয়েছে, তার প্রথমটায় ‘টকিং পয়েন্টস’ ও দ্বিতীয়টায় বিস্তারিত সফরসূচি আছে।
গতকাল বিদেশের উদ্দেশে রওনা দেওয়ার আগে জেডিইউর সাংসদ সঞ্জয় বলেন, ‘সন্ত্রাসবাদ সবচেয়ে বড় ইস্যু। এটাই পাকিস্তানের স্টেট পলিসি। আমাদের কাজ হবে, বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খুলে দেওয়া’। সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্বকে একত্রিত হওয়ার বার্তাও দেওয়া হবে বলে জানান এই সর্বদলীয় প্রতিনিধিদলের সদস্য তথা সিপিএমের সাংসদ জন ব্রিটাস।
উল্লেখ্য, সঞ্জয় ঝায়ের নেতৃত্বাধীন এই সর্বদলীয় প্রতিনিধিদল ইতিমধ্যেই টোকিও পৌঁছে গিয়েছে। অভিষেক (Abhishek Banerjee) সহ সম্পূর্ণ টিমের নানান মুহূর্তের আপডেট বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) চোখ রাখলেই জানা যাচ্ছে।