বাংলা হান্ট ডেস্কঃ যুগের সাথে তাল মিলিয়ে অফলাইন থেকে অনলাইন। এবার রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) বেতন ও অবসরপ্রাপ্তদের পেনশন দেওয়া সংক্রান্ত বিল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফিসে পাঠানোর প্রক্রিয়ায় পরিবর্তন আনল রাজ্য সরকার (Government of West Bengal)। এই প্রক্রিয়া এবার সম্পূর্ণরূপে অনলাইনে হবে বলে জানাল অর্থদপ্তর। জারি হয়েছে বিজ্ঞপ্তি।
বড় পরিবর্তন আনল রাজ্য | Government of West Bengal
সম্প্রতি এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে অর্থদপ্তর জানিয়েছে, মে মাস থেকে টি আর-১৮ নম্বর বিলে বেতন সংক্রান্ত নথি অফলাইন অর্থাৎ ফিজিক্যালি পাঠানোর ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। পেনশনের ক্ষেত্রে বিল এজি অফিসের কাছে পাঠানো বন্ধ হয়েছে। ফিজিক্যাল বিল এজি অফিসে পাঠানো বন্ধ করা হয়েছে। অনলাইনে বিল পাঠানোর যে ব্যবস্থা চালু রয়েছে সেটি চলবে।
অর্থদপ্তর তরফে জানানো হয়েছে, ই-গভর্ন্যান্স চালু প্রক্রিয়ার মাধ্যমে ফিজিক্যাল বিল পেশ করার ব্যবস্থার বদলে সম্পূর্ণরূপে ডিজিটাল পদ্ধতি চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এজি অফিসে ফিজিক্যাল বিল পেশ বন্ধ করা হয়েছে।
আরও পড়ুন: রাজ্যে আসছেন পিএম মোদী! ২৯ মে আলিপুরদুয়ারে সভা, কেন এই জায়গাটিই বেছে নিলেন প্রধানমন্ত্রী?
এদিকে কিছুদিন আগেই অনলাইনেই রাজ্য সরকারের অস্থায়ী কর্মীদের অবসরকালীন সুযোগ-সুবিধা দেওয়া শুরু করেছে রাজ্য। রাজ্যের অস্থায়ী, চুক্তিভিত্তিক এবং দৈনিক ভাতার কর্মীদের অবসরের সময় এককালীন আর্থিক অনুদান পান। সেই অর্থ অনলাইন মাধ্যমেই প্রদান করা হবে বলে জানায় অর্থ দপ্তর।
ভিডিও দেখুন: https://youtu.be/TFubUejlbIU?si=EKdn-bJl9ziB3jM-
কিছুদিন আগে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, এবার থেকে ডিরেক্টরেট ও তার সমতুল সংস্থাগুলি এইচআরএমএস-এর মাধ্যমে ‘টার্মিলান বেনিফিট’ (অবসরের সময় এককালীন অনুদান) পেতে অনলাইনেই আবেদন জানাতে পারবেন। সরকারি কর্মীদের সুবিধার্থেই এই ব্যবস্থা চালু করে রাজ্য।