বাংলা হান্ট ডেস্কঃ সপ্তাহভর জোর লড়াই শেষে বৃহস্পতিবার সামনে আসে রেজাল্ট (TRP Bengali Serial)। স্টার জলসা নাকি জি বাংলা, কোন চ্যানেলের ধারাবাহিক বেঙ্গল টপার হল তা জানা যায় এদিন। চলতি সপ্তাহেও ব্যতিক্রম হয়নি। ইতিমধ্যেই সামনে এসেছে হাতেগরম টিআরপি তালিকা (TRP List)। সেখানে দেখা গিয়েছে, ফের ছক্কা হাঁকিয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। জোর টক্কর হয়েছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri), ‘পরিণীতা’র মধ্যেও।
বেঙ্গল টপার হল কোন সিরিয়াল (TRP Bengali Serial)?
বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপারের সিংহাসন ধরে রেখেছিল জি বাংলার (Zee Bangla) ‘পরিণীতা’। তবে গত সপ্তাহেই রায়ান-পারুলদের থেকে বঙ্গ সেরার মুকুট ছিনিয়ে নিয়েছে জলসার ‘পরশুরাম আজকের নায়ক’ (Parashuram Ajker Nayok)। এই সপ্তাহেও দেখা গেল একই ছবি। ৬.৪ রেটিং নিয়ে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছে এই সিরিয়াল (Serial)।
আরও পড়ুনঃ রাজ্যে আসছেন পিএম মোদী! ২৯ মে আলিপুরদুয়ারে সভা, কেন এই জায়গাটিই বেছে নিলেন প্রধানমন্ত্রী?
দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার দুই সিরিয়াল ‘জগদ্ধাত্রী’ ও ‘পরিণীতা’র (Parineeta) নাম। অল্পের জন্য বেঙ্গল টপার হতে পারেনি এই দুই ধারাবাহিক (Bengali Serial)। দুই মেগারই প্রাপ্ত পয়েন্ট (TRP) ৬.২। ৬.১ রেটিং নিয়ে তৃতীয় স্থান দখল করেছে ‘রাঙামতী তীরন্দাজ’। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ‘ফুলকি’ (৬.০) ও ‘গৃহপ্রবেশ’এর নাম (৫.৩)।
একনজরে টিআরপি তালিকার সেরা পাঁচ
প্রথম- পরশুরাম আজকের নাম (৬.৪)
দ্বিতীয়- জগদ্ধাত্রী/ পরিণীতা (৬.২)
তৃতীয়- রাঙামতী তীরন্দাজ (৬.১)
চতুর্থ- ফুলকি (৬.০)
পঞ্চম- গৃহপ্রবেশ (৫.৩)
এই সপ্তাহের টিআরপি তালিকার অন্যতম বড় চমক ‘গীতা এলএলবি’র রেটিং। এবার প্রথম পাঁচে জায়গা করে নিতে পারেনি একদা টপার এই সিরিয়াল। ৪.৯ রেটিং নিয়ে স্লট লিডার হয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। জলসার ‘চিরসখা’ পেয়েছে ৫.১। অন্যদিকে ‘কথা’ পেয়েছে ৪.৯।
অন্যদিকে সিরিয়াল (TRP Bengali Serial) ছেড়ে নন ফিকশন শোয়ের টিআরপির কথা বলা হলে, এই সপ্তাহে ‘দিদি নম্বর ওয়ান’ সানডে ধামাকা পর্বের ঝুলিতে রয়েছে ৪.৬ রেটিং। অন্যদিকে ‘ডান্স বাংলা ডান্স’ পেয়েছে ৩.২।