ইংল্যান্ড সফরের জন্য ঘোষণা হল ভারতীয় দলের! জায়গা পেলেন বৈভব সূর্যবংশী, কে কে রয়েছেন স্কোয়াডে?

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ইংল্যান্ড সফরের জন্য ভারতের (India National Cricket Team) অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করা হয়েছে। এই সফরে, ভারতীয় দল আগামী ২৪ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত ১ টি ওয়ার্ম-আপ, ৫ টি ODI এবং ২ টি মাল্টি-ডে ম্যাচ খেলবে। এই সফরের জন্য ১৭ বছর বয়সী আয়ুষ মাত্রেকে ভারতীয় দলের (India National Cricket Team) অধিনায়ক হিসেবে বিবেচিত করা হয়েছে। অপরদিকে, ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীও দলে জায়গা পেয়েছেন। বৈভব এবং আয়ুষ দু’জনেই IPL-এ ঝড় তুলেছেন।

ইংল্যান্ড সফরের জন্য ঘোষণা হল ভারতীয় দলের (India National Cricket Team):

এদিকে, BCCI (ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড) সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন যে এই দলের সহ-অধিনায়কের দায়িত্ব অভিজ্ঞান কুণ্ডুকে দেওয়া হয়েছে। তিনি একজন উইকেটরক্ষকও। পাশাপাশি, হরবংশ সিং দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে থাকবেন। এছাড়াও, BCCI কর্তৃক স্ট্যান্ডবাই খেলোয়াড়দের তালিকাও প্রকাশ করা হয়েছে। যেখানে অলংকৃত রাপোলকে আরেক উইকেটরক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

IPL-এ তাণ্ডব চালিয়েছেন আয়ুষ ও বৈভব: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আয়ুষ এবং বৈভব দু’জনেই IPL ২০২৫-এ তাঁদের ব্যাট দিয়ে দারুণ প্রভাব ফেলেছেন। আয়ুষ IPL ২০২৫-এর ৬ টি ম্যাচে ২০৬ রান করেছেন।
যেখানে তাঁর এভারেজ ৩৪.৩৩ এবং স্ট্রাইক রেট ১৮৭.২৭। অপরদিকে, বৈভব সূর্যবংশী ৭ ম্যাচে ২৫২ রান করেছেন এবং তাঁর এভারেজ হল ৩৬ ও স্ট্রাইক রেট হল ২০৬.৫৫।

এদিকে, এই দু’জনের মধ্যে আরেকটি শক্তিশালী সংযোগ রয়েছে। আসলে, তাঁরা দু’জনেই অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে ভারতীয় ক্রিকেট দলের (India National Cricket Team) হয়ে খেলেছেন। গত বছর, যখন ভারতীয় ক্রিকেট দল এশিয়ান ক্রিকেট কাউন্সিল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছিল, তখন ঐ দুই খেলোয়াড় ইনিংস শুরু করেছিলেন।

আরও পড়ুন: ২৪ ঘন্টার মধ্যে ত্যাগ করতে হবে ভারত! পাকিস্তানের বিরুদ্ধে ফের কড়া অ্যাকশন নিল দিল্লি

ইংল্যান্ড সফরের জন্য ভারতের অনূর্ধ্ব ১৯ দল: আয়ুষ মাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বিহান মালহোত্রা, মৌল্যরাজ সিং চাভদা, রাহুল কুমার, অভিজ্ঞান কুন্ডু (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), হরবংশ সিং (উইকেটরক্ষক), আরএস আমব্রিস,কনিষ্ক চৌহান, খিলন প্যাটেল, হেনিল প্যাটেল, যুধজিৎ গুহ, প্রণব রাঘবেন্দ্র, মহম্মদ আনান, আদিত্য রানা, অনমলজিৎ সিং।

স্ট্যান্ডবাই খেলোয়াড়: নমন পুষ্পক, ডি দীপেশ, বেদান্ত ত্রিবেদী, বিকাশ তিওয়ারি, অলঙ্কৃত রাপোল (উইকেটরক্ষক)

আরও পড়ুন: RCB অনুরাগীদের জন্য সুখবর! প্লে-অফের লড়াইতে অংশ নেবেন দুর্ধর্ষ প্লেয়ার, হতে চলেছে ধামাকা

ইংল্যান্ড সফরে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের সময়সূচি:
২৪ জুন: ওয়ার্ম-আপ ম্যাচ – লফবরো বিশ্ববিদ্যালয়
২৭ জুন: প্রথম ODI – হোভ
৩০ জুন: দ্বিতীয় ODI – নর্থাম্পটন
২ জুলাই: তৃতীয় ODI- নর্থাম্পটন
৫ জুলাই: চতুর্থ ODI- ওরচেস্টার
৭ জুলাই: পঞ্চম ODI – ওরচেস্টার
১২-১৫ জুলাই: প্রথম মাল্টি-ডে ম্যাচ – বেকেনহ্যাম
২০-২৩ জুলাই: দ্বিতীয় মাল্টি-ডে ম্যাচ – চেমসফোর্ড

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X