“ভারতের নির্দেশেই কাজ করছে বালোচিস্তান লিবারেশন আর্মি”, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যে শুরু হইচই

Published On:

বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তান দীর্ঘদিন ধরে তালিবানদের লালন-পালন করে আসছে। এমনকি TTP অর্থাৎ তেহরিক-ই-তালেবান পাকিস্তান নামে তালিবানের একটি অংশ খাইবার পাখতুনখোয়ায় সক্রিয় রয়েছে। এদিকে, এই সন্ত্রাসবাদীদের আফগানিস্তানে সক্রিয় করে আমেরিকার ওপর চাপ সৃষ্টির টার্গেট করেছিল পাকিস্তান। কিন্তু, বর্তমানে পরিস্থিতি পাল্টে গিয়েছে। এতেই হতাশ হয়ে পাকিস্তান এখন ভারতকে (India) দোষারোপ করতে শুরু করেছে।

ভারতের (India) প্রসঙ্গে কী জানালেন পাক প্রতিরক্ষামন্ত্রী:

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বৃহস্পতিবার বলেছেন যে, TTP এবং বালোচিস্তান লিবারেশন আর্মি ভারতের নির্দেশে কাজ করছে। খাজা আসিফ বলেন, পাকিস্তানের কাছে যথেষ্ট প্রমাণ আছে যে সেগুলি ভারতের নির্দেশে কাজ করছে। গত বুধবার বালোচিস্তানের খুজদার জেলায় সেনার একটি স্কুল বাসে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ৩ শিশুসহ ৫ জনের মৃত্যু হয়।

What did the Pakistani Defense Minister say about India?

এমতাবস্থায়, পাকিস্তান এই অমানবিক কাজের জন্য ভারতকে (India) দোষারোপ করতে শুরু করেছে। বিশেষজ্ঞরা মনে করেন যে, পাহেলগাঁও-তে সন্ত্রাসবাদী হামলা থেকে মনোযোগ সরাতে পাকিস্তান এটি করছে। পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনা ঘটে। এই হামলায় পাক জঙ্গিগোষ্ঠীর যুক্ত থাকার প্রমাণ মিলেছে। তারপরেই পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার লক্ষ্যে সফলভাবে “অপারেশন সিঁদুর” সম্পন্ন করে পাকিস্তান।

আরও পড়ুন: ইংল্যান্ড সফরের জন্য ঘোষণা হল ভারতীয় দলের! জায়গা পেলেন বৈভব সূর্যবংশী, কে কে রয়েছেন স্কোয়াডে?

এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমরা যা দাবি করছি তার পক্ষে প্রমাণও দেব।” তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তার কোনও ভিত্তি নেই। কিন্তু আমরা প্রমাণ করব যে বালোচিস্তান লিবারেশন আর্মি এবং ভারতের (India) মধ্যে একটি যোগসূত্র রয়েছে।” জানিয়ে রাখি যে, পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদকে উৎসাহিত করে আসছে। বলা হচ্ছে, ভারতে আক্রমণ করার জন্য সন্ত্রাসবাদীদের লালন-পালন করা পাকিস্তানের “ব্লিড ইন্ডিয়া ব্লিড থাউজেন্ড কাটস” নীতির অংশ। এই নীতির অধীনে, তারা লস্কর-ই-তৈবা থেকে শুরু করে জইশ-ই-মোহাম্মদের মতো ভয়ঙ্কর সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে লালন-পালন করে।

আরও পড়ুন: ২৪ ঘন্টার মধ্যে ত্যাগ করতে হবে ভারত! পাকিস্তানের বিরুদ্ধে ফের কড়া অ্যাকশন নিল দিল্লি

ওই সন্ত্রাসবাদী সংগঠনগুলির সদর দফতরেই ভারত (India) ৬-৭ মে রাতে “অপারেশন সিঁদুর” অভিযান সম্পন্ন করে । এই হামলায় প্রায় ১০০ জন সন্ত্রাসবাদী নিহত হয় এবং ৯ টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়। তবে, পাকিস্তানের এই নতুন দাবি থেকে অনুমান করা হচ্ছে যে, বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী দেশ হিসেবে তার ভাবমূর্তি তৈরি হওয়ায় চিন্তিত পাকিস্তান এখন এই নতুন প্রচার শুরু করেছে। যেখানে তারা ভারতের সাথে তালিবানের সংযোগ দাবি করছে।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X