‘রক্ত নয়, মোদীর শিরায় গরম সিঁদুর বইছে’! পাকিস্তানকে চরম হুঙ্কার প্রধানমন্ত্রীর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। বৃহস্পতিবার রাজস্থানের বিকানেরের জনসভা থেকে একথা স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি স্পষ্ট জানান, পাকিস্তানের (Pakistan) আসল স্বরূপ এবার গোটা বিশ্বের সামনে তুলে ধরা হবে। সেই লক্ষ্যেই দেশে দেশে পৌঁছচ্ছে ভারতের সর্বভারতীয় প্রতিনিধিদল।

অপারেশন সিঁদুরের পর পাকিস্তানকে আরও বড় হুঙ্কার মোদীর (Narendra Modi)

পাক এই সীমান্ত ঘেঁষা এই জেলায় দাঁড়িয়ে পিএম মোদী বলেন, যারা এতদিন ভাবত ভারত চুপ থাকবে, তারা এখন ঘরে লুকিয়েছে। নিজেদের অস্ত্র নিয়ে যারা অহংকার করতো, আজ তারা ধ্বংসাবশেষের নীচে চাপা পড়েছে। ‘এটা শোধ-প্রতিশোধের খেলা নয়। এটা ন্যায়ের নতুন রূপ। এটাই অপারেশন সিঁদুর’।

সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে ভারতের নতুন নীতি নিয়েও এদিন মুখ খোলেন প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) প্রসঙ্গ টেনে বলেন, ‘সন্ত্রাসবাদ দমন করতে অপারেশন সিঁদুর তিনটি সূত্র তৈরি করে দিয়েছে। ভারতে যদি হামলা হয়, তার কড়া উত্তর দেওয়া হবে। সময় আর শর্ত আমাদের সেনা ঠিক করবে’। একইসঙ্গে এদিন তিনি স্পষ্ট করে দেন, ভারত পরমাণু বোমার হুমকিতে ভয় পায় না।

আরও পড়ুনঃ সদ্য বেড়েছে DA, এবার সরকারি কর্মীদের জন্য আরও বড় সুখবর! বেতন বৃদ্ধি নিয়ে নয়া আপডেট

পিএম মোদী এদিন দাবি করেন, ভারতের সঙ্গে সোজাভাবে লড়াই করে পাকিস্তান কখনও জিততে পারে না। সেই কারণে তারা সন্ত্রাসবাদকে হাতিয়ার করে। স্বাধীনতার পর থেকে এমনটাই চলছে বলে দাবি করেন তিনি। তবে এখন পরিস্থিতির বদল হয়েছে। সেকথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী।

PM Narendra Modi strong message about Operation Sindoor and terrorism

বিকানেরের সভা থেকে বলেন, ‘পাকিস্তান সন্ত্রাস হামলা চালিয়ে ভারতে ভয় তৈরি করতো। কিন্তু ওরা ভুলে গিয়েছিল, এখন মোদী বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। মোদীর মাথা ঠাণ্ডা, কিন্তু রক্ত গরম। রক্ত নয়, মোদীর শিরায় গরম সিঁদুর বইছে’।

পিএম মোদী (Narendra Modi) এদিন স্পষ্ট জানান, প্রত্যেকটা সন্ত্রাসবাদী হামলার দাম দিতে হবে পাকিস্তানকে। সেদেশের অর্থনীতি, সেনাকে এর মূল্য চোকাতে হবে। ‘এখনও জঙ্গি রফতানি জারি রাখলে পাই পয়সার দাম দিতে হবে। জল পাবে না। এটা ভারতের সংকল্প’, বলেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X