বাংলা হান্ট ডেস্কঃ নানান সময়ে সংবাদের শিরোনামে উঠে এসেছে কেন্দ্র-রাজ্য (Government of West Bengal) সম্পর্কে। বহু ক্ষেত্রে কেন্দ্র রাজ্যের ‘পাওনা’ টাকা দিচ্ছে না বলে অভিযোগও শোনা গিয়েছে বাংলার শাসকদলের নেতৃত্বের কণ্ঠে। তবে এবার আর টানাপড়েন নয়! পঞ্চদশ অর্থ কমিশনের (15th Finance Commission) অর্থ ব্যয়ের নিরিখে ভারতের মধ্যে ভালো স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। আগে যে টাকা মিলেছিল, তার খরচের হিসেব নিয়েও কোনও প্রশ্ন তুলতে পারেনি মোদী সরকার (Centra Government)। সেই সাফল্যে ভর করেই নয়া অর্থবর্ষের টাকা চাইতে প্রস্তুত রাজ্য।
চলতি অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা চাইবে সরকার (Government of West Bengal)!
গত মার্চ মাসে তথা অর্থবর্ষের একেবারে শেষ লগ্নে আগের আর্থিক বছরের দ্বিতীয় কিস্তির টাকা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। যার জেরে রাজ্যের নানান জেলাকে ২৫৪২.১৯ কোটি টাকার কাজের বরাত দেওয়া হয়। এর মধ্যে ৭৯৭.৫৬ কোটি টাকা খরচ করে নিকাশি, খাবার জল সহ পরিকাঠামো উন্নয়নের নানান কাজ হয়েছে। বাকি অর্থের কাজ পর্যায়ক্রমে রূপায়ণ করা হচ্ছে।
জানা যাচ্ছে, এর মধ্যে ১১২৭ কোটি টাকা ব্যবহার করে নিকাশি ও পানীয় জলের কাজই করা যাবে। এটি শর্তাধীন তহবিলের টাকা। বাকি ৬১৮ কোটি টাকা নিঃশর্ত তহবিলের। এর মধ্যে মুর্শিদাবাদে সবচেয়ে বেশি টাকা খরচ হওয়া বাকি বলে খবর।
আরও পড়ুনঃ ‘রক্ত নয়, মোদীর শিরায় গরম সিঁদুর বইছে’! পাকিস্তানকে চরম হুঙ্কার প্রধানমন্ত্রীর
‘নবাবের শহরে’র পাশাপাশি এই তালিকায় নাম রয়েছে মালদহ, পুরুলিয়ার মতো বেশ কয়েকটি জেলার। এই জেলাগুলিকে কাজে গতি আনার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। সূত্র উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
অন্যদিকে জানা যাচ্ছে, কেন্দ্রের কাছে চলতি অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা চাইতে তৈরি রাজ্য (Government of West Bengal)। প্রায় ১৭০০ কোটি টাকা দাবি করা হবে বলে খবর। হিসেব সংক্রান্ত সকল নথি সহ তথ্য রাজ্য অর্থ দফতরে পাঠিয়ে দিয়েছে পঞ্চায়েত দফতর। জানা যাচ্ছে, সেগুলি খতিয়ে দেখার পর নবান্ন শীঘ্রই দিল্লি পাঠাবে।