বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি কাণ্ডে (SSC Recruitment Scam) চাকরিহারা শিক্ষক, শিক্ষাকর্মীদের একাংশ বিকাশ ভবনের সামনে অবস্থান করছেন। গত বৃহস্পতিবার তাঁদের একটি কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সেদিনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। এবার সেই মামলাতেই একগুচ্ছ নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh)।
বিকাশ ভবনের সামনে অবস্থান নিয়ে কী নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)?
গতকাল উচ্চ আদালতে এই মামলার শুনানি হয়েছিল। সেই সময় বিকাশ ভবনের সামনে অবস্থান নিয়ে বেশ কিছু আপত্তি জানায় রাজ্য। দাবি করা হয়, বিকাশ ভবনের পাশাপাশি ওই অঞ্চলে আরও একাধিক সরকারি দফতর আছে। চাকরিহারাদের বিক্ষোভের জন্য বিকাশ ভবন ছাড়াও ভিজিল্যান্স কমিশন, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, এসবিআই ব্যাঙ্কের কর্মীরা কাজ করতে সমস্যার সম্মুখীন হচ্ছে বলে দাবি করেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের অবস্থানে রাজ্যের (Government of West Bengal) আপত্তি কেন, সেকথা জানিয়ে রাজ্যকে লিখিত আবেদনের অনুমতি দিয়েছিলেন বিচারপতি ঘোষ। গতকালের শুনানিতেই একথা বলা হয়। একইসঙ্গে জানানো হয়, শুক্রবার এই নিয়ে চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে। সেই মতো এদিন একগুচ্ছ নির্দেশ দিলেন বিচারপতি।
আরও পড়ুনঃ ছাতা রেডি রাখুন! কয়েক ঘণ্টার মধ্যেই বদলে যাবে আবহাওয়া, কোন কোন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস?
হাইকোর্ট জানায়, সেন্ট্রাল পার্কের সামনে তথা বিকাশ ভবনের উল্টোদিকে চাকরিহারারা অবস্থান করতে পারেন। রোটেশনালি ২০০ জন করে অবস্থান করতে পারবেন শিক্ষক-শিক্ষিকারা। ১০ জন আন্দোলনকারীর নাম, নম্বর পুলিশকে দিতে হবে। যাতে কোনও রকম দরকার হলে পুলিশ তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারে।
এর পাশাপাশি রাজ্য ও পুরসভাকেও বেশ কিছু নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ। রাজ্যকে অস্থায়ী পরিকাঠামো তৈরি এবং পুরসভাকে জল ও বায়ো টয়লেটের বন্দোবস্ত করতে হবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিলের সুপ্রিম রায় আসার পর থেকেই প্রতিবাদ করছেন চাকরিহারা শিক্ষক, শিক্ষিকারা। বিকাশ ভবনের সামনে এখনও তাঁদের একাংশের অবস্থান চলছে। এবার সেই নিয়েই একাধিক নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশগুলি দিয়েছেন।