বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে অবসর ঘোষণা করেছেন ভারতের কিংবদন্তি ব্যাটার রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তবে, এবার শ্রীলঙ্কার অন্যতম সেরা ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউসও টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। তিনি আগামী জুনে বাংলাদেশের বিরুদ্ধে তাঁর শেষ টেস্ট ম্যাচ খেলবেন। এই ম্যাচটি আগামী ১৭ থেকে ২১ জুন পর্যন্ত গলে সম্পন্ন হবে। এদিকে, ২৩ মে অর্থাৎ শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করে ম্যাথিউস এই তথ্য জানিয়েছেন। ম্যাথিউস স্পষ্ট করে বলেছেন যে, তিনি সাদা বলের ক্রিকেট খেলা চালিয়ে যাবেন। এদিকে, প্রায় ১৬ বছরের টেস্ট ক্যারিয়ারে, ম্যাথিউস কেবল তাঁর ব্যাট দিয়েই নয়, বরং অধিনায়কত্ব দিয়েও ক্রিকেট অনুরাগীদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন।
টেস্ট ক্রিকেটকে (Test Cricket) বিদায় জানালেন অ্যাঞ্জেলো ম্যাথিউস:
“আমি আমার সবকিছু ক্রিকেটকে দিয়েছি…”: এই প্রসঙ্গে অ্যাঞ্জেলো ম্যাথিউস “X”-এ লিখেছেন “আমার সবচেয়ে প্রিয় ক্রিকেট ফরম্যাট, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে (Test Cricket) বিদায় জানানোর সময় এসেছে। গত ১৭ বছর ধরে শ্রীলঙ্কার হয়ে ক্রিকেট খেলা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান এবং গর্বের বিষয়। যখন একজন খেলোয়াড় জাতীয় দলের জার্সি পরেন, তখন তাঁর দেশপ্রেম এবং সেবার অনুভূতির তুলনা অন্য কোনও কিছুর সাথেই হয় না। আমি ক্রিকেটকে সবকিছু দিয়েছি এবং এর বিনিময়ে ক্রিকেটও আমাকে অনেক কিছু দিয়েছে। আমাকে আজকের এই মানুষটিতে পরিণত করেছে।”
— Angelo Mathews (@Angelo69Mathews) May 23, 2025
তিনি আরও জানান, “আমি এই খেলার প্রতি কৃতজ্ঞ এবং শ্রীলঙ্কার হাজার হাজার ক্রিকেট অনুরাগীদের আন্তরিক ধন্যবাদ জানাই, যাঁরা আমার কেরিয়ারের উত্থান-পতনে সবসময় আমার পাশে ছিলেন। জুনে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট (Test Cricket) ম্যাচটি হবে আমার টেস্ট কেরিয়ারের শেষ ম্যাচ। নির্বাচকদের সাথে আলোচনা অনুসারে, টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, যদি আমার দেশের আমার প্রয়োজন হয়, তাহলে আমি সাদা বলের (ODI এবং T20) ক্রিকেটে নির্বাচনের জন্য উপলব্ধ থাকব।”
আরও পড়ুন: “সেনারা ভয় পায় না”, বাড়িতে ফিরেই দৃপ্ত কণ্ঠে জানালেন পূর্ণম
ম্যাথিউস লেখেন, “আমি আত্মবিশ্বাসী যে এই টেস্ট (Test Cricket) দলটি একটি প্রতিভাবান দল। যেখানে ভবিষ্যতের এবং বর্তমান যুগের অনেক দুর্দান্ত খেলোয়াড় রয়েছে। আমার মনে হয় একজন তরুণ খেলোয়াড়কে সুযোগ দেওয়ার এটাই সঠিক সময়, যাতে সে দেশের হয়ে উজ্জ্বল হতে পারে। আমি ঈশ্বর, আমার বাবা-মা, আমার স্ত্রী ও সন্তান, আমার পুরো পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের ধন্যবাদ জানাই। যাঁরা সর্বদা আমার ওপর বিশ্বাস রেখেছিলেন এবং প্রতিটি পরিস্থিতিতে আমাকে সমর্থন করেছিলেন। আমি বিশেষভাবে শ্রীলঙ্কা ক্রিকেট এবং সকল কোচদের ধন্যবাদ জানাতে চাই। একটি অধ্যায় শেষ হচ্ছে। কিন্তু খেলার প্রতি আমার ভালোবাসা চিরকাল থাকবে।”
আরও পড়ুন: প্রতি ৩ দিনে ১ জনকে হত্যা করছে “বালোচ যোদ্ধা”-রা, ভয়ঙ্কর অবস্থা পাকিস্তানে
ম্যাথিউসের টেস্ট কেরিয়ার: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ২০০৯ সালের জুলাই মাসে গলে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেক ঘটে অ্যাঞ্জেলো ম্যাথিউসের। ৩৭ বছর বয়সী ম্যাথিউস এখনও পর্যন্ত ১১৮ টি টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করেছেন। এই ডানহাতি অলরাউন্ডার ম্যাথিউস টেস্ট (Test Cricket) ম্যাচে ৪৪.৬২ এভারেজে করেন ৮,১৬৭ রান। যার মধ্যে ১৬ টি সেঞ্চুরি এবং ৪৫ টি হাফ-সেঞ্চুরি রয়েছে। ম্যাথিউস টেস্ট ম্যাচে ৩৩ টি উইকেটও নিয়েছেন। তিনি ৩৪টি টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার নেতৃত্ব দেন। যার মধ্যে ১৩ টি ম্যাচে দলকে জয় এনে দিয়েছেন ম্যাথিউস।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: