বাংলা হান্ট ডেস্কঃ লাগাতার বৃষ্টির জেরে দাবদাহ গরম অনেকটাই কম। বিগত কয়েকদিনে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) নানান জেলায় বিক্ষিপ্তভাবে বর্ষণ (Rain) হয়েছে। যার জেরে খানিকটা স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ। হাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহান্তেও বজায় থাকবে এই সিলসিলা। এমনকি আগামী সপ্তাহেও দক্ষিণের নানান জেলায় বৃষ্টি হবে বলে জানানো হয়েছে (Weather Update)।
কতদিন থাকবে এমন আবহাওয়া (South Bengal Weather)?
জানা যাচ্ছে, আরব সাগরের নিম্নচাপ শক্তি বৃদ্ধি করেছে। ইতিমধ্যেই সেটি সুস্পষ্ট নিম্নচাপের চেহারা নিয়েছে। বর্তমানে এটি কঙ্কন উপকূল এলাকায় অবস্থান করছে। উত্তরমুখী হয়ে এটি আরও শক্তিশালী হতে চলেছে বলে খবর। আগামী ২৭ মে এই নিম্নচাপটির আরও শক্তি বৃদ্ধি হবে। তবে তার আগে থেকে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ভারী ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার দক্ষিণবঙ্গে (South Bengal) ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও মোটামুটি একই রকম থাকবে আবহাওয়া। আগামী ৩ দিন দক্ষিণের জেলায় জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। আগামীকাল অবধি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গেই দোসর হতে পারে ৩০-৫০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো দমকা হাওয়া।
আরও পড়ুনঃ SSC-র নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবে ‘অযোগ্য’রা? অবশেষে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামীকাল ঝড়বৃষ্টির পরিমাণ একটু বৃদ্ধি পেতে পারে। সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বুধ থেকে শুক্র অবধি ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের নানান জেলা।
দক্ষিণের পাশাপাশি উত্তরেও (North Bengal) ঝড়বৃষ্টির সিলসিলা চলবে। সোমবার অবধি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেই সঙ্গেই বইবে ৩০-৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া। আজ ও আগামীকালও উত্তরের প্রত্যেকটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।
উল্লেখ্য, বৈশাখের শুরু থেকেই হু হু করে বাড়ছিল গরম (South Bengal Weather)। তবে বিগত কয়েকদিনের ঝড়বৃষ্টির জেরে তাপপ্রবাহের মতো পরিস্থিতি এখন নেই। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী সপ্তাহ অবধি আবহাওয়া মোটামুটি এই রকমই থাকবে। এর ফলে তাপমাত্রা বিশেষ বাড়বে না বলে মনে করা হচ্ছে।