বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) আইনজীবী তিনি। এবার তাঁকেই জেল খাটার নির্দেশ দিয়ে দিল খোদ কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি কৌশিক চন্দ (Justice Kausik Chanda) এই নির্দেশ দিয়েছেন। অরুণাংশু চক্রবর্তী (Lawyer Arunangshu Chakraborty) নামের সেই আইনজীবীকে শেরিফের মাধ্যমে গ্রেফতার করে জেলে পাঠানোর নির্দেশ দেন তিনি।
হাইকোর্টের আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ হাইকোর্টেরই (Calcutta High Court)!
জানা যাচ্ছে, ওই আইনজীবীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। উচ্চ আদালতের আইনজীবী হওয়া সত্ত্বেও মক্কেলকে আদালতের নির্দেশ কার্যকর না করার পরামর্শ দেন বলে খবর। সেই সঙ্গেই বিচারপতিদের নামে কুৎসার অভিযোগও উঠেছে অরুণাংশুর বিরুদ্ধে। এবার তাঁকেই জেল খাটার নির্দেশ দিলেন বিচারপতি চন্দ।
যদিও এই প্রথম নয়! এর আগেও সমালোচিত হয়েছে আইনজীবী অরুণাংশু চক্রবর্তীর কার্যকলাপ। জানা যাচ্ছে, ভিন্ন ভিন্ন মামলায় উচ্চ আদালতের অন্তত দু’টি বেঞ্চ তাঁর আচার আচরণের সমালোচনা করেছিল। সেই সঙ্গেই তাঁকে সতর্ক করা হয়। এরপর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindra Bharati University) একজন অধ্যাপকের হয়ে তিনি মামলা লড়েন। সেখানেই নিজের মক্কেলকে হাইকোর্টের নির্দেশ না মানার পরামর্শ দেন বলে অভিযোগ। এরপর সেখানকার একজন রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলাতেও অরুণাংশু একই কাজ বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুনঃ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ! দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস! কতদিন চলবে দুর্যোগ?
এছাড়া বিচারপতিদের নামে কুৎসার অভিযোগও রয়েছে অরুণাংশুর বিরুদ্ধে। ফেসবুকে কর্ণাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তথা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি কুৎসা করেন বলে অভিযোগ। সেই সঙ্গেই অভিযোগ, বিচারপতি কৌশিক চন্দ সম্পর্কেও তিনি কুকথা বলেছেন।
সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের তরফ অরুণাংশুর বিরুদ্ধে হলফনামা দেওয়া হয়। তা সত্ত্বেও তিনি নিজের বিরুদ্ধে ওঠা কোনও অভিযোগই অস্বীকার করেননি। এমনকি তিনি নিজে হলফনামা দিলেও সেখানে নিজের কার্যকলাপের জন্য ক্ষমাপ্রার্থনা করেননি বলে খবর।
শেষমেষ শুক্রবার হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি কৌশিক চন্দ এই আইনজীবীকে চার দিনের জেল খাটার নির্দেশ দেন। প্রতীকী হিসেবে তাঁকে সাধারণ জেল খাটার এই সাজা দেওয়া হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গতকাল রাতেই আইনজীবী অরুণাংশু চক্রবর্তীকে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছে।