বাংলার রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে DA প্রদানের সুপারিশ? বড় তথ্য তুলে ধরলেন মলয় মুখোপাধ্যায়

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বকেয়া ডিএ (Dearness Allowance) পাওয়া নিয়ে বাংলার রাজ্য সরকারি কর্মীদের কম কাঠখড় পোড়াতে হয়নি। দীর্ঘদিন ধরে এই নিয়ে মামলা চলছে। ধাপে ধাপে এখন তা সুপ্রিম কোর্ট (Supreme Court) অবধি পৌঁছেছে। সম্প্রতি তাতে বড় নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পঞ্চম বেতন কমিশনের অধীন বাংলার রাজ্য সরকারি কর্মীদের (Governemnt Employees) যে বকেয়া ডিএ রয়েছে, তার ২৫% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তারপরেই বড় তথ্য তুলে ধরলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

বকেয়া ডিএ (Dearness Allowance) মামলায় সুপ্রিম-নির্দেশের পরেই সামনে বড় তথ্য!

সম্প্রতি নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন রাজ্য সরকারি কর্মীদের এই নেতা। ‘ডিএ বিষয়ক’ শীর্ষক সেই পোস্টে তিনি লেখেন, ‘আমরা পঞ্চম বেতন কমিশনের সুপারিশে যে তথ্য তুলে ধরেছিলাম, তা যে সরকার অস্বীকার করতে পারেনি, সেটা তাদের দেওয়া নোটস অফ আর্গুমেন্টসে লক্ষ্য করুন’।

বিষয়টি ব্যাখ্যা করে মলয় জানান, পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফ থেকে দেওয়া ‘নোটস অফ আর্গুমেন্টস’এ বলা হয়, ’পঞ্চম রাজ্য বেতন কমিশন তার সুপারিশে মুদ্রাস্ফীতির কষ্ট লাঘব করার জন্য ভারত সরকারের হার অনুসারে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের ডিএ বিতরণের জন্য বিশেষভাবে সুপারিশ করেছে’।

আরও পড়ুনঃ ‘সন্ত্রাসবাদ পাগল কুকুর হলে, পাকিস্তান তাদের হিংস্র মনিব’! জাপানে ‘অপারেশন সিঁদুর’এর ব্যাখ্যা দিলেন অভিষেক

অন্যদিকে আবার বকেয়া ডিএ (DA) মামলায় সুপ্রিম-নির্দেশ আসার পরেই মুখ্যসচিবের কাছে অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর দাবি জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য সরকারি কর্মীদের সংশ্লিষ্ট সংগঠনের তরফ থেকে বলা হয়, ‘সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো মুখ্যসচিবের কাছে অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার দাবি জানানো হল। এই বিষয়ে কর্মীদের মধ্যে কোনও প্রকার ভেদাভেদ হলে সংগ্রামী যৌথ মঞ্চ সেই বিষয়টি আদালতের নজরে আনবে, সেটাও জানানো হল’।

dearness allowance arrear

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীন ১৮% হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশনের অধীন ৫৫% হারে মহার্ঘ ভাতা দিচ্ছে মোদী সরকার। কেন্দ্র-রাজ্য ডিএ-র ফারাক বর্তমানে ৩৭%। এর মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ২৫% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ৬ সপ্তাহের মধ্যে মেটাতে হবে বলে জানিয়েছে আদালত। আগামী আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X