নির্বাচন নিয়ে দুদিক থেকেই চাপ, নিজের দেশেই কোণঠাসা ইউনূস, বাধ্য হয়েই ইস্তফার সিদ্ধান্ত?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে বাংলাদেশে। গত বছর জুলাই আন্দোলনের পর গঠিত হওয়া তদারকি সরকারের উপর থেকে মানুষের আস্থা হারাতে বসেছে। সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের সঙ্গেও ক্রমে মতপার্থক্য বেড়ে চলেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের (Muhammad Yunus)। এমতাবস্থায় উপর্যুপরি চাপের মুখে পড়ে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

বাংলাদেশে সেনাপ্রধানের সঙ্গে বিরোধ ইউনূসের (Muhammad Yunus)

বৃহস্পতিবার রাতে মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) সঙ্গে সাক্ষাতের পর জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, ইস্তফা দেওয়ার কথা ভাবছেন ইউনূস। বর্তমানে বাংলাদেশের যেমন রাজনৈতিক পরিস্থিতি তাতে নতুন করে অস্থিরতা ছড়াতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কিন্তু এই পরিস্থিতি তৈরি হওয়ার কারণ কী? একসময় যেখানে বিপুল জনসমর্থন নিয়ে তদারকি সরকারের প্রধান হয়েছিলেন ইউনূস (Muhammad Yunus), এখন সেখানে কার্যত কোণঠাসা তিনি। বিশেষ করে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে তাঁর বিরোধ ক্রমেই বাড়ছে।

Why does Muhammad yunus want to resign

কী বলেছেন সেনাপ্রধান: বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে সেনাপ্রধান বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন করাতে হবে। তাঁর মতে, দেশের ভবিষ্যৎ পথ ঠিক করার অধিকার একমাত্র নির্বাচিত সরকারের রয়েছে। পাশাপাশি মায়ানমারের রাখাইনে মানবিক করিডরের বিষয়েও কোনো সিদ্ধান্ত নেওয়ার হলে তা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে, একটি নির্বাচিত সরকারের মাধ্যমে হওয়া দরকার। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইউনূসের (Muhammad Yunus) তদারকি সরকার এ বিষয়ে কোনো মত দিতে পারে না।

আরো পড়ুন : টলিউডে ‘অসাধ্য সাধন’, ৯ বছর পর ফিরছে দেব-শুভশ্রী জুটি! প্রকাশ্যে ‘ধূমকেতু’র মুক্তির তারিখ

ইউনূসের উপরে চাপ বাড়ছে: শুধু তাই নয়, হাসিনার বিদায়ের পর অন্তর্বর্তীকালীন সরকারে এসেই ইউনূস (Muhammad Yunus) যেভাবে চিন এবং পাকিস্তান তোষণকারী রাজনীতি অবলম্বন করেছেন তাতে সেনাবাহিনী একেবারেই সন্তুষ্ট নয় বলেও স্পষ্ট করে দিয়েছেন সেনাপ্রধান। একদিকে যেমন সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব বাড়ছে ইউনূসের (Muhammad Yunus), অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলিও নির্বাচন নিয়ে চাপ বাড়াচ্ছে তদারকি সরকারের উপরে।

আরো পড়ুন: ‘দুগ্গামণি’র জায়গা নিতে আসছে ‘দাদামণি’! নায়ক কেন্দ্রিক সিরিয়াল নিয়ে জি-তে এন্ট্রি প্রতীকের

বিএনপির তরফে স্পষ্ট বলা হয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে পরবর্তী সাধারণ নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট চিত্র যদি সামনে না আনা হয়, তবে অন্তর্বর্তী সরকারকে আর সমর্থন করা হবে কিনা সে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। দুদিক থেকেই সমর্থনের অভাবে তাই এবার ইউনূস পিছু হটছেন বলে মত ওয়াকিবহাল মহলের।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X