বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়ার ক্রমাগত মুড সুইং। বেশ কিছুদিন ধরে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) অধিকাংশ জেলায়। তাপমাত্রা সামান্য বাড়লেও আপাতত সেই ধারাই অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে আরব সাগরে ফুঁসতে থাকা নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে কঙ্কন উপকূল এলাকায় অবস্থান। উত্তর দিকে অগ্রসর হয়ে ২৭ মে শক্তি বাড়াবে নিম্নচাপটি।
ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ | South Bengal Weather
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী তিনদিন অর্থাৎ রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাসের শেষে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। মূলত উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টির অধিক সম্ভাবনা অধিক। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দোসর হতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস।
আজ ও আগামীকাল ঝড়বৃষ্টির প্রভাব বেশি থাকবে। দিনভর মেঘলা থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘণ্টায় সর্বোচ্চ ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপর সোম ও মঙ্গলবার বৃষ্টির দাপট কমবে। বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েক জেলায়।
ভিডিও দেখুন: https://youtu.be/jcPMBx8GxNo?si=UTUcIxTQsIhuoJ7f
ফের বুধবার বৃষ্টি বেশি থাকার সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এরপর বৃহস্পতি ও শুক্রবার কলকাতা সহ সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। যার জেরে ঝড়-বৃষ্টি হচ্ছে।
আরও পড়ুন: ‘যৌন সংযম’ মামলায় কলকাতা হাইকোর্টের মন্তব্যে বিতর্ক! এবার বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
আজ অধিক বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদে। এছাড়াও বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। উত্তরবঙ্গেও (North Bengal Weather) টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস সোমবার পর্যন্ত। উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।