‘১ তারিখ মেয়ের জন্মদিন’, তার আগেই শহরের সব রাস্তা মসৃণ করার কড়া ডেডলাইন ফিরহাদের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ৩১ জুলাই পর্যন্ত সময় ধরিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তার আগেই শহরের রাস্তা করতে হবে মসৃর্ণ। KEIP-কে নির্দেশ ফিরহাদের। মেয়রের নির্দেশ, যেকোনওভাবেই এই সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করতে হবে। আসলে কলকাতার একাধিক এলাকায় বেহাল রাস্তা নিয়ে অভিযোগ ওঠেছে বহুদিন থেকে। এই নিয়েই হাল ধরতে এবার আসরে নামলেন মেয়র।

কড়াকড়ি মেয়রের | Firhad Hakim

KEIP-কে ৩১ জুলাই পর্যন্ত ডেডলাইন দিয়েছেন মেয়র। তিনি সাফ জানিয়েছেন ‘৩১ তারিখের মধ্যে যেকোনওভাবেই রাস্তার কাজ শেষ করতে হবে। কেইআইপি এবং কলকাতা পুরসভার রাস্তা বিভাগ যৌথভাবে কাজ করবে।’ এরপর আর কোনও কথা শোনা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন মেয়র।

ভিডিও দেখুন: https://youtu.be/jcPMBx8GxNo?si=UTUcIxTQsIhuoJ7f

এদিকে ১ তারিখ ফিরহাদের মেয়ের জন্মদিন। সেই প্রসঙ্গ তুলে মেয়রের হুঁশিয়ারি, ‘১ তারিখ মেয়ের জন্মদিনে বেরোবো। একটা রাস্তা খারাপ দেখলে, সোজা ডিজিকে সাসপেন্ড করব’। ফিরহাদ বলেন, ‘শহরের নর্দমাগুলি থেকে ২০ লক্ষ টন পলি পরিষ্কার করা হয়েছে। স্বাভাবিক বৃষ্টি হলে এক মিনিটও জল দাঁড়াবে না। খিদিরপুরে জল ভ্যানিশ হয়েছে আর খিদিরপুরে জল জমে না। ‌আমার্হাস্ট্র স্ট্রিট, ঠনঠনিয়াতে জল দাঁড়ানো কমেছে’।

Firhad Hakim

আরও পড়ুন: শিক্ষামন্ত্রীকে ‘ডেডলাইন’! সোমবারের মধ্যে দেখা না করলে…! চাকরিহারাদের হুঁশিয়ারিতে তোলপাড়

উল্লেখ্য, এ বছর আগে ঢুকেছে বর্ষা। বৃষ্টির জেরে প্রতি বছরই জল জমে বেহাল দশা হয় শহর কলকাতার রাস্তা-ঘাটের। সে সমস্যা আজকের নয়। এই পরিস্থিতিতে বৃষ্টি শুরু হওয়ার আগেই রাস্তার সমস্ত শেষ করতে ফেলতে চাইছে পুরসভা। সেই নিয়েই কড়া ডেডলাইন দিলেন মন্ত্রী।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X