বাংলাহান্ট ডেস্ক : শরীরে রক্ত নয়, সিঁদুর বইছে। অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের তীব্র বিরোধিতা করে বিবৃতি প্রকাশ করেছে পাকিস্তান (Pakistan)। রাজস্থানের জনসভা থেকে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলে পাকিস্তানকে করা বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার তারই নিন্দা করে ২৪ ঘন্টার মধ্যেই বিবৃতি দিল ইসলামাবাদ।
নরেন্দ্র মোদীর বক্তব্যের পালটা বিবৃতি পাকিস্তানের (Pakistan)
শুক্রবার পাকিস্তানের (Pakistan) বিদেশ মন্ত্রক থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বক্তব্য ‘উস্কানিমূলক এবং দায়িত্বজ্ঞানহীন’। নরেন্দ্র মোদীর বক্তব্য স্পষ্ট ভাবে প্রত্যাখ্যান করে পাকিস্তানের দাবি, প্রধানমন্ত্রীর অভিযোগগুলি ‘বিকৃত এবং ভুল’। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এমন মন্তব্য করা হয়েছে। পাকিস্তানের (Pakistan) তরফে এও বলা হয়েছে, কোনো সার্বভৌম দেশের বিরুদ্ধে প্রকাশ্যে সামরিক অভিযানের হুঁশিয়ারি দেওয়া রাষ্ট্রপুঞ্জ এবং আন্তর্জাতিক আইনের বিরোধী। এতে আঞ্চলিক শান্তি বিঘ্নিত হয়।
কী বিবৃতি দিল পাকিস্তান: পাকিস্তানের (Pakistan) বক্তব্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারাও সক্রিয় ভূমিকা পালন করে। ভারতের নেতৃত্বকে আরো ‘দায়িত্বশীল এবং সংযত’ হওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে ওই বিবৃতিতে। কিন্তু কী এমন বলেছিলেন নরেন্দ্র মোদী যে এত অস্থির হয়ে উঠল পাকিস্তান (Pakistan)?
আরো পড়ুন : ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি, চাপের মুখে অন্তর্বর্তী সরকার, বাংলাদেশে ইউনূস জমানার অবসান?
কড়া বার্তা মোদীর: প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাজস্থানের বিকানের থেকে অপারেশন সিঁদুর প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। পাকিস্তানকে (Pakistan) কড়া বার্তা দিয়ে তিনি বলেন, ‘যারা ভারতের মা বোনেদের সিঁথির সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল তাদের মোক্ষম জবাব দেওয়া হয়েছে। ২২ এপ্রিলের হামলার জবাব হয়েছে ২২ মিনিটে। পাকিস্তানের রহিম ইয়ার খান এয়ারবেস এখন আইসিইউতে রয়েছে’।
আরো পড়ুন : নির্বাচন নিয়ে দুদিক থেকেই চাপ, নিজের দেশেই কোণঠাসা ইউনূস, বাধ্য হয়েই ইস্তফার সিদ্ধান্ত?
মোদীকে আরো বলতে শোনা গিয়েছিল, ‘আমার শরীরে এখন রক্ত নয়, সিঁদুর বইছে। এটা প্রতিশোধের খেলা নয়, ন্যায়ের নয়া রূপ যার নাম অপারেশন সিঁদুর’। এদিকে পাকিস্তানের দাবি, দেশের অভ্যন্তরীণ সঙ্কট থেকে নজর ঘোরাতে এমন মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী। পাকিস্তানকে ‘শান্তিপ্রিয়’ বলে দাবি করে তাদের বক্তব্য, একে তাদের দুর্বলতা ভাবা ঠিক নয়। দেশের সার্বভৌমত্ব তারা রক্ষা করতে পারে।