৪ জুন ভোট ঘোষণা! নির্বাচনে স্থগিতাদেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ জুন মাসের ৪ তারিখ নতুন করে ভোট নেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। তবে সেই নির্বাচন আপাতত হচ্ছে না। কারণ বৃহস্পতিবার সেই সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি রাজা বসু চৌধুরী (Justice Raja Basu Chowdhury) এই নির্দেশ দিয়েছেন।

কোন মামলায় এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)?

গত ১৪ ফেব্রুয়ারি সিঙ্গুরের পহলামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয়েছে। এরপর বোর্ড অফ ডিরেক্টরস নির্বাচিত হয়। কয়েক মাস যেতে না যেতেই ওই বোর্ড অফ ডিরেক্টরস ভেঙে নতুন করে বোর্ড অফ ডিরেক্টরস নির্বাচন করাতে চায় রাজ্য সমবায় কমিশন। আগামী ৪ জুন ফের ভোট নেওয়ার কথা ঘোষণা করা হয়। সেই সিদ্ধান্তের ওপরই এবার স্থগিতাদেশ দিয়েছে উচ্চ আদালত।

জানা যাচ্ছে, গত ১৩ মার্চ সংশ্লিষ্ট সমবায়ের বোর্ড অফ ডিরেক্টরস (Board of Directors) নির্বাচন হয়েছে। এরপর চেয়ারম্যান ও সচিব নির্বাচন হয়। এরপর মাসখানেক যেতে না যেতেই ৪ এপ্রিল ওই বোর্ড অফ ডিরেক্টরস ভেঙে নতুন করে বোর্ড অফ ডিরেক্টরস গঠনের জন্য নির্বাচনের সিদ্ধান্তের কথা জানানো হয়। জল গড়ায় হাইকোর্ট অবধি। সমবায় কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুনঃ শিক্ষামন্ত্রীকে ‘ডেডলাইন’! সোমবারের মধ্যে দেখা না করলে…! চাকরিহারাদের হুঁশিয়ারিতে তোলপাড়

নির্বাচিত বোর্ড ভেঙে দেওয়া নিয়ে আপত্তি জানান মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম। উচ্চ আদালতের বিচারপতিও বেশ কিছু প্রশ্ন করেন। তিনি বলেন, ওই সমবায়ে কয়েক মাস আগেই ভোট হয়েছে। বোর্ড অফ ডিরেক্টরসেরও নির্বাচন হয়েছে। ফলে কেন সেখানে নতুন করে ভোট করতে হবে? কী এমন পরিস্থিতি তৈরি হয়েছে যার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সমবায় কমিশন?

Calcutta High Court

এরপরেই সংশ্লিষ্ট সমবায়ে বোর্ড অফ ডিরেক্টরস নির্বাচনের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ৪ জুন ভোট নেওয়ার কথা ঘোষণা হলেও, আদালতের সিদ্ধান্তের জেরে আপাতত তা হচ্ছে না।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X