ইংল্যান্ড সফরে অধিনায়কত্বের দৌড়ে বুমরাহকে কীভাবে টেক্কা দিলেন গিল? জানালেন আগরকার

Published On:

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় টেস্ট দল (India National Cricket Team) ঘোষণা করেছে BCCI। এবার দলের নেতৃত্ব হস্তান্তর করা হয়েছে তরুণ ব্যাটার শুভমান গিলের হাতে। এদিকে, দীর্ঘদিন ধরেই জসপ্রীত বুমরাহকেও টেস্ট দলের অধিনায়কত্বের দৌড়ে বিবেচনা করা হচ্ছিল। কিন্তু নির্বাচকরা গিলের ওপর আস্থা প্রকাশ করেছেন এবং তাঁকে অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছেন। এই সিদ্ধান্তের পেছনের কারণও এবার প্রকাশ্যে এসেছে। দল ঘোষণার পর, চিফ সিলেক্টর অজিত আগরকর ব্যাখ্যা করেছেন যে কেন টেস্ট অধিনায়ক হিসেবে বুমরাহ-র চেয়ে শুভমান গিলকে প্রাধান্য দেওয়া হয়েছে? আগরকর বলেন, বুমরাহ পুরো সিরিজ খেলবেন এমন কোনও নিশ্চয়তা নেই। আগরকার মনে করেন না যে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্টের জন্য বুমরাহ উপলব্ধ থাকবেন। তাঁর মতে, “বুমরাহ ৩ টি ম্যাচ খেলুক বা চারটি, আমাদের ফিজিও দলের সাথে একসাথে এটি মূল্যায়ন করতে হবে।”

ভারতীয় টেস্ট দলের (India National Cricket Team) অধিনায়ক হলেন শুভমান গিল:

অধিনায়কত্বের দৌড়ে বুমরাহ কেন পিছিয়ে গেলেন: অজিত আগারকরের এই বক্তব্য থেকে স্পষ্ট যে বুমরাহ-র ফিটনেস এবং ওয়ার্কলোডের কথা মাথায় রেখেই নির্বাচক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। আসলে একজন ফাস্ট বোলার হিসেবে ইংল্যান্ডে টানা পাঁচটি টেস্ট খেলা যেকোনও খেলোয়াড়ের জন্যই চ্যালেঞ্জ। এমতাবস্থায়, অধিনায়কত্বের দায়িত্ব নেওয়া আরও ঝুঁকিপূর্ণ হতে পারত। বুমরাহ-র চোটের প্রবণতাও এই সিদ্ধান্তের একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলকে (India National Cricket Team) জয় এনে দেন বুমরাহ। কিন্তু শেষ টেস্ট ম্যাচে একটানা বোলিং করার সময় তিনি চোটের সম্মুখীন হন। এরপর মাঠে ফিরতে তাঁকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল।

India National Cricket Team new captain Shubman Gill update.

গিলের ওপর কেন আস্থা রাখা হল: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শুভমান গিল ফিট হওয়ার পাশাপাশি তিনি টেস্ট খেলার জন্য উপলব্ধও বটে। এর পাশাপাশি গিল তাঁর অধিনায়কত্বে অসাধারণ বোধগম্যতা এবং ধৈর্যও দেখিয়েছেন। বিশেষ করে ২০২৫ সালের IPL-এ গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব করার সময়ে গিল কৌশলগতভাবে নিজেকে প্রমাণ করেছিলেন। এই কারণেই ভবিষ্যতের কথা মাথায় রেখে নির্বাচক কমিটি তাঁকে টেস্ট দলের (India National Cricket Team) নেতৃত্বের দায়িত্ব দিয়েছে।

আরও পড়ুন: এবারেও সোনা পেলেন না “গোল্ডেন বয়”, মাত্র ৮ দিনের ব্যবধানে ফের নিরাশ করলেন নীরজ চোপড়া

ওয়ার্কলোড ম্যানেজমেন্টও একটি কারণ: প্রসঙ্গত উল্লেখ্য যে, ইংল্যান্ডের মতো চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ফাস্ট বোলারদের ওপর অতিরিক্ত চাপ থাকে। এমন পরিস্থিতিতে বুমরাহ-র ওয়ার্কলোড সামলানো খুবই গুরুত্বপূর্ণ হবে। এই কারণেই গিলকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। যাতে বুমরাহ কোনও চাপ ছাড়াই কেবল তাঁর বোলিংয়ের ওপর মনোযোগ দিতে পারেন। এমতাবস্থায়, শুভমান গিল তাঁর নতুন ভূমিকায় ইংল্যান্ডের কঠিন পরিস্থিতিতে কীভাবে টিম ইন্ডিয়াকে (India National Cricket Team) নেতৃত্ব দেন সেদিকেই নজর থাকবে ক্রিকেট অনুরাগীদের।

আরও পড়ুন: “আমরা না খেতে পেয়ে মারা যাবো….,” ভারত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করতেই হাহাকার পাকিস্তানে

ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতীয় টেস্ট দল: শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক ও উইকেট-রক্ষক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেট-রক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিং ও কুলদীপ যাদব।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X