বাংলাহান্ট ডেস্ক : বিশ্বের সামনে নিজেদের ‘শান্তিপ্রিয়’ দেশ হিসেবে তুলে ধরতে মরিয়া পাকিস্তান (Pakistan)। এদিকে তাদেরই সেনাকর্তা কার্যত গোটা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই দাবি কতটা ভুল। পাকিস্তান (Pakistan) যে সন্ত্রাসে মদত দেয় তা আরো একবার প্রমাণ করে দিলেন সে দেশেরই সেনাকর্তা। জঙ্গি নেতা হাফিজ সইদের সুরই শোনা গেল তাঁর কথায়। ভারতকে ‘শ্বাসরোধ’ করে দেওয়ার হুমকি দিলেন তিনি।
ভারতকে ‘শ্বাসরোধ’ এর হুমকি পাকিস্তানি (Pakistan) সেনাকর্তার
পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সম্প্রতি এমন হুমকি দিয়েছেন ভারতকে। পাকিস্তানের (Pakistan) এক বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে স্পষ্ট হুমকির সুরে তিনি বলেন, ‘যদি তুমি আমাদের জল বন্ধ করে দাও তাহলে আমরা তোমার শ্বাসরোধ করে দেব’। পহেলগাঁও হামলার পরেই দীর্ঘদিনের সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করেছিল ভারত। সম্প্রতি ভারত পাকিস্তানের (Pakistan) মধ্যে সংঘর্ষ বিরতি হলেও জল বন্টন চুক্তি নিয়ে কোনো পদক্ষেপ করেনি ভারত। আর তাতেই কার্যত ক্ষিপ্ত পাকিস্তান।
জঙ্গি নেতার ভাষাতেই হুমকি: পাক (Pakistan) সেনা কর্তার এই মন্তব্যের সুর অবশ্য আগেও শোনা গিয়েছে। জঙ্গি নেতা হাফিজ সইদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে তাঁকে একই সুরে বলতে শোনা গিয়েছিল, ‘যদি তুমি আমাদের জল বন্ধ করো, তবে আল্লাহর ইচ্ছায়, আমরা তোমাদের নিঃশ্বাস বন্ধ করে দেব। তারপর এই নদীগুলিতে রক্ত বইবে’। তবে পাক (Pakistan) সেনা কর্তার এমন প্রকাশ্য হুমকি নিয়ে কিছুটা চিন্তাতেই রয়েছেন ভারতীয় গোয়েন্দারা।
আরো পড়ুন : নির্বাচন নিয়ে দুদিক থেকেই চাপ, নিজের দেশেই কোণঠাসা ইউনূস, বাধ্য হয়েই ইস্তফার সিদ্ধান্ত?
রাসায়নিক হামলার ছক পাকিস্তানের: পাকিস্তানের (Pakistan) সামরিক মুখপাত্র যেভাবে হুমকি দিয়েছেন তাতে প্রশ্ন উঠছে, তবে কি ভারতের বিরুদ্ধে এবার রাসায়নিক হামলার পরিকল্পনা করছে পাকিস্তান? এই সন্দেহ আরো মাথাচাড়া দিয়ে উঠেছে পাক (Pakistan) সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর পরিবার পরিচয়ের কারণে।
আরো পড়ুন : মোদীর মন্তব্য ‘উস্কানিমূলক এবং ভিত্তিহীন’, অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য করতেই পালটা বিবৃতি পাকিস্তানের
উল্লেখ্য, আহমেদ শরীফ চৌধুরী হলেন পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী সুলতান বসিরউদ্দিন মাহমুদের ছেলে। শোনা যায়, ৯/১১ এর হামলার পর জঙ্গি নেতা ওসামা বিন লাদেন যোগাযোগ করেছিলেন মাহমুদের সঙ্গে। যার পরিবারের সঙ্গে জঙ্গি যোগ রয়েছে এমন একজনকেই দেওয়া হয়েছে পাক সেনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব। পাকিস্তানি সেনার মুখপাত্র হওয়ার পাশাপাশি ইলেকট্রিকাল এবং মেকানিক্যাল বাহিনীর সদস্যও তিনি।