বাংলা হান্ট ডেস্ক: IPL-এর পরেই ক্রিকেট অনুরাগীদের চোখ থাকবে ভারতের ইংল্যান্ড সফরের দিকে। এমতাবস্থায়, শনিবার BCCI ভারতীয় টেস্ট দলের ঘোষণা করেছে। যেখানে ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছে শুভমান গিলকে। পাশাপাশি, ভাইস ক্যাপ্টেনের ভূমিকায় থাকছেন ঋষভ পন্থ। তবে, ভারতের এই টেস্ট টিমে বুমরাহ জায়গা পেলেও সুযোগ পেলেন না মহম্মদ শামি। এই আবহেই এবার টিম ইন্ডিয়ার টেস্ট দলের প্রসঙ্গে বাংলাহান্ট-কে নিজের প্রতিক্রিয়া জানালেন অশোক দিন্দা (Ashok Dinda)।
কী জানিয়েছেন অশোক দিন্দা (Ashok Dinda):
সামগ্রিকভাবে ভারতের এই টেস্ট দলের বিষয়ে খুশি হয়েছেন দিন্দা (Ashok Dinda)। পাশাপাশি তিনি বলেন, গিলের অধিনায়ক হওয়ার বিষয়টি কার্যত নিশ্চিত ছিলেন। গিল বিগত সিরিজগুলিতে এবং বর্তমানে IPL-এ যেভাবে ব্যাটিং করছেন তাতে তিনি যে চরম আত্মবিশ্বাসী রয়েছেন সেই বিষয়টি উপস্থাপিত করেন দিন্দা। এছাড়াও, পন্থকে ভাইস ক্যাপ্টেন হিসেবে বিবেচিত করা এবং দীর্ঘদিন পর করুণ নায়ারকে সুযোগ দেওয়ার বিষয়টিও সাধুবাদ জানিয়েছেন তিনি।
Shubman Gill-led #TeamIndia are READY for an action-packed Test series
A look at the squad for India Men’s Tour of England #ENGvIND | @ShubmanGill pic.twitter.com/y2cnQoWIpq
— BCCI (@BCCI) May 24, 2025
এদিকে, শ্রেয়স আইয়ারের দলে সুযোগ না পাওয়ার প্রসঙ্গে অশোক দিন্দা (Ashok Dinda) জানান, “ইংল্যান্ডে বেশি সুইং হয়। আইয়ার যেখানে সুইং কম, বাউন্স বেশি সেখানকার জন্য ভালো। ক্রিকেটে প্রত্যেকের আলাদা আলাদা ক্যাটাগরি ভাগ করা থাকে।”
আরও পড়ুন: ইংল্যান্ড সফরে অধিনায়কত্বের দৌড়ে বুমরাহকে কীভাবে টেক্কা দিলেন গিল? জানালেন আগরকার
তবে, মহম্মদ শামির দলে না থাকার প্রসঙ্গে দিন্দা (Ashok Dinda) স্পষ্ট জানিয়েছেন যে, “মহম্মদ শামির না থাকাটা বড় ফ্যাক্টর। কারণ, ও বহুদিন ধরে T20, ODI, টেস্টে খেলছে। শামি দুর্ধর্ষ পারফর্মার। তবে, এখন হয়তো নির্বাচকরা মনে করছেন শামির রান-আপে খামতি রয়েছে। সেই কারণেই হয়তো তিনি সুযোগ পেলেন না।”
আরও পড়ুন: এবারেও সোনা পেলেন না “গোল্ডেন বয়”, মাত্র ৮ দিনের ব্যবধানে ফের নিরাশ করলেন নীরজ চোপড়া
এদিকে, দিন্দা (Ashok Dinda) আত্মবিশ্বাসের সুরে জানিয়েছেন “আমরা জানি ইংল্যান্ড মানে সুইং-এর জায়গা। ফাস্ট বোলারের দিক থেকে শার্দূল ঠাকুর সামনে বল করে দু’দিকে মু করাতে পারে। বুমরাহ এবং শামি অনবদ্য। বাংলার ছেলে আকাশ দীপ সুযোগ পেয়েছে এবং প্রসিদ্ধ কৃষ্ণ দুরন্ত ফর্মে আছে। তাই, সামগ্রিক দল খুব ভালো হয়েছে এবং গিলের জন্যও এটি একটি নতুন অধ্যায়। তার জন্য শুভকামনা রইল।”
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: