অনুমতি ছাড়াই ছবি ব্যবহার করে ঢালাও ব্যবসা! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ক্ষুব্ধ শ্বেতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : অভিনেতা অভিনেত্রীদের হরদমই দেখা যায় ক্যামেরার সামনে। তাঁদের ছবি, ভিডিও হামেশাই চোখে পড়ে সর্বত্র। কিন্তু অনুমতি ছাড়া ছবি ব্যবহার করা যে আইনত অপরাধ তা আরো একবার মনে করিয়ে দিয়ে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। অনুমতি ব্যতীত তাঁর ছবি ব্যবহার করায় এক বুটিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিতে দেখা গেল তাঁকে।

অনুমতি ছাড়াই শ্বেতার (Sweta Bhattacharya) ছবি ব্যবহারের অভিযোগ

গত বছরই বিয়ে সেরেছেন শ্বেতা (Sweta Bhattacharya)। কর্মসূত্রে সিরিয়ালের জন্য এবং বিভিন্ন ফটোশুটের জন্য বহুবার কনের সাজে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু বাস্তব জীবনে তাঁর বিয়ের সাজটা ছিল ‘স্পেশ্যাল’। সেই সাজের প্রতিটি খুঁটিনাটির দিকে বিশেষ ভাবনা ছিল শ্বেতার (Sweta Bhattacharya)। সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসিতও হয়েছে তাঁর সাজ। মাস কয়েক পরে আবারও এক বিতর্কের জেরে চর্চায় উঠে এল শ্বেতার কনের সাজ।

Sweta bhattacharya said to take legal action against a boutique

অভিযোগের তীর এক বুটিকের দিকে: উল্লেখ্য, নিজের বিয়ের দিনের সাজসজ্জার দায়িত্ব শ্বেতা (Sweta Bhattacharya) দিয়েছিলেন স্টাইলিস্ট রুদ্র সাহাকে। অভিনেত্রীর বিয়ের বেনারসীর সঙ্গে মানানসই ব্লাউজটি তিনি তৈরি করতে দিয়েছিলেন শিলিগুড়ির ডিজাইনার ভিকি দাসকে। কিন্তু অভিযোগ, কলকাতার এক বুটিক নাকি শ্বেতার (Sweta Bhattacharya) বিয়ের সাজের ছবি ব্যবহার করে ওই ব্লাউজ বিক্রি করছে। এমনকি অভিনেত্রীর বিয়ের ব্লাউজটি তাদেরই করা বলেও নাকি তারা দাবি করছে।

আরো পড়ুন : আর ছেড়ে কথা নয়, বিশ্ব মঞ্চে পাকিস্তানের ‘মুখোশ’ খুলতে ৫৯ সাংসদের ‘কূটনৈতিক অভিযান’, কোন কোন দেশ গন্তব্য?

কী বললেন অভিনেত্রী: শ্বেতা (Sweta Bhattacharya) জানতে পেরেই রেগে আগুন। সোশ্যাল মিডিয়ায় রুদ্র সাহার পেজে একটি ভিডিও বার্তায় হুঁশিয়ারি দিয়ে অভিনেত্রী বলেছেন, ‘আমার বিয়ের ব্লাউজ বানিয়েছেন ভিকি দাস। তাই কোনো গুজবে কান দেবেন না। আর যারা এমন করছেন তাদের বলব, আমার অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে আইনি পদক্ষেপ নেব’।

আরো পড়ুন : পাক ‘জিহাদি আর্মি’র থেকে স্বাধীনতার লড়াই, পূর্ণ সমর্থনের আর্জি জানিয়ে মোদীকে চিঠি বালোচ নেতার

সংবাদ মাধ্যমকে রুদ্র জানান, কলকাতার একটি বুটিক শ্বেতার ছবি ব্যবহার করে নিজেদের কাজের প্রচার করছে। এদিকে আসল কাজটা যে করেছে তার নাম কেউ জানতে পারছে না। এতে আসল ডিজাইনারের কাজ, ব্যবসা দুটোই মার খাচ্ছে। তবে ওই বুটিকের তরফে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X