পাক প্রেসিডেন্ট কন্যার কনভয়ে লাঠি নিয়ে হামলা বিক্ষোভকারীদের, কোনো রকমে প্রাণে বাঁচলেন আসিফা জারদারি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : নিজের দেশের অন্দরেই আক্রমণের মুখে পড়লেন পাকিস্তানের (Pakistan) প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির কন্যা আসিফা ভুট্টো জারদারি। শুক্রবার করাচি থেকে সিন্ধের নবাবশাহে যাওয়ার সময় তাঁর কনভয়ে হামলা হয়। পাকিস্তানে (Pakistan) চলাকালীন সিন্ধু বিতর্কিত খাল প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভের অংশ হিসেবেই আসিফার কনভয়ে হামলা হয়েছে বলে খবর।

পাকিস্তানের প্রেসিডেন্ট (Pakistan) কন্যার কনভয়ে হামলা

সূত্রের খবর অনুযায়ী, বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করতে যাচ্ছিলেন পাক প্রেসিডেন্টের (Pakistan) কন্যা। তখনই তাঁর কনভয়ে হামলার ঘটনা ঘটে বলে খবর। পাক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, পরিকল্পিত খাল প্রকল্প এবং কর্পোরেট কৃষিকাজের বিরোধিতা করে রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীদের একটি বিশাল দল। প্রকল্পের বিরুদ্ধে স্লোগান দিয়ে সিন্ধু থেকে জল সরিয়ে নেওয়ার অভিযোগ করে তারা।

Pakistan president daughter convoy attacked

নিরাপদে সরিয়ে নেওয়া হয় গাড়ি: পাকিস্তানি (Pakistan) সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, অনেকে লাঠি নিয়ে চড়াও হয়েছিলেন কনভয়ের উপরে। জাতীয় সড়কে তীব্র বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তেই দ্রুত অ্যাকশনে নামে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের সরিয়ে আসিফার গাড়িকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়।

আরো পড়ুন : পাক ‘জিহাদি আর্মি’র থেকে স্বাধীনতার লড়াই, পূর্ণ সমর্থনের আর্জি জানিয়ে মোদীকে চিঠি বালোচ নেতার

বিক্ষোভকারীদের গ্রেফতার পুলিশের: নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, পাক (Pakistan) প্রেসিডেন্ট কন্যার গাড়িটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। কোনো হতাহতের খবর মেলেনি। যদিও এই বিক্ষোভের জেরে জাতীয় সড়কে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। বিক্ষোভকারীদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে চিহ্নিত করে পুলিশ তাদের গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

আরো পড়ুন : অনুমতি ছাড়াই ছবি ব্যবহার করে ঢালাও ব্যবসা! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ক্ষুব্ধ শ্বেতা

প্রসঙ্গত, পাকিস্তানের বর্তমান ‘ফার্স্ট লেডি’ আসিফা ভুট্টো জারদারি পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর কন্যা। তিনি পাকিস্তানের পিপলস পার্টির নেত্রী। বর্তমানে পাকিস্তানে বিতর্কিত সিন্ধু খাল প্রকল্পের জেরে বিক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছে। গত মঙ্গলবারই সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জারের বাসভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X