‘মোদীকে সামনে রেখে..,’ প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের আগে বড় কথা ‘ফাঁস’ করে দিলেন দিলীপ ঘোষ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই বিধানসভা নির্বাচন। বর্তমানে পায়ের তলার মাটি শক্ত করতে ব্যস্ত শাসক-বিরোধী দুই পক্ষই। এরই মধ্যে উত্তরবঙ্গের পদ্মের ঘাঁটিতে ভাঙন ধরাতে মরিয়া তৃণমূল। টানা তিন দিন উত্তরবঙ্গ সফরে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ডালা ভর্তি উন্নয়নমূলক কর্মসূচির ঘোষণা করেছেন তিনি।

এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) পৌঁছে গিয়েছেন উত্তরে। আগামী ২৯ জুন উত্তরবঙ্গে হাইভোল্টেজ জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নমোর জনসভাকে কেন্দ্র করে বিজেপির নেতা কর্মীদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে। মোদীর এই সভা থেকেই নির্বাচনী প্রচারপর্ব শুরু হয়ে যাবে বলে মত। সবমিলিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। এরই মধ্যে বড় কথা বলে দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

কী কী বললেন দিলীপ? Dilip Ghosh

এদিন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, “বাংলায় বর্তমানে যে পরিস্থিতি চলছে তা সে শিক্ষক নিয়োগ দুর্নীতি বা মুর্শিদাবাদে হিংসা বা আরজি কর সব কিছুই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং সিবিআই কেসগুলি দেখছে কেন্দ্র তো সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। এই বিষয়গুলিকে নিয়ে আন্দোলন জারি রাখা, বঙ্গ বিজেপি নেতৃত্বকে আগামীর আন্দোলনের রুপরেখা তৈরির কাজ কেন্দ্রীয় নেতৃত্ব করেই চলেছে।”

মোদীর বঙ্গ সফর নিয়ে বিজেপি নেতা বলেন, ” নির্বাচনকে সামনে রেখে সর্বভারতীয় নেতারা রাজ্যে আসবেনই। মোদী, শাহ এলে দলীয় কর্মী- নেতা সকলেরই মনোবল কিছুটা চাঙ্গা হয়। মোদীকে সামনে রেখে লড়াই আরও জোরদার করার শপথ নেন কর্মীরা।”

BJP leader Dilip Ghosh talks to RSS leaders

আরও পড়ুন: বাংলার বাড়ি প্রকল্পে টাকা নিয়েও বাড়ি তৈরিতে অনীহা! কারচুপি রুখতে কড়াকড়ি প্রশাসনের

এদিকে ৩১ মে কলকাতায় আসছেন অমিত শাহ। সেই প্রসঙ্গে দিলীপ বলেন, ” সংগঠন সামলেছেন অমিত শাহ। আমাকে উনিই সভাপতি বানিয়েছিলেন। আমাদের লড়াইয়ে সব সময় পিঠে হাত রেখেছেন। তারই পরিনাম বিজেপি এখন রাজ্যের প্রধান বিরোধী দল। বাকি কাজ করার জন্য এবার ঝাঁপিয়ে পড়বে বঙ্গ বিজেপি”।

ভিডিও দেখুন: https://youtu.be/QvD0DE2cVTQ?si=UmCDgGdVfalQcxzw

প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যান দিলীপ। সেই নিয়ে বহু জল্পনার সৃষ্টি হয়। দিলীপ ঘোষের তৃণমূলে যোগদানের জল্পনাও জোড়ালো হয়। যদিও বিজেপি নেতা সাফ জানিয়ে দিয়েছেন তিনি বিজেপিতেই থাকছেন।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X