বিরাট অ্যাকশন লালুপ্রসাদের! বড় ছেলে তেজ প্রতাপকে দল থেকে করলেন বহিষ্কার, জানালেন কারণও

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রাষ্ট্রীয় জনতা দলের (RJD) প্রতিষ্ঠাতা এবং প্রবীণ রাজনীতিবিদ লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav) তাঁর বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কারের ঘোষণা করেছেন।

কী জানিয়েছেন লালুপ্রসাদ (Lalu Prasad Yadav):

মূলত, তেজ প্রতাপের ক্রমাগত নৈতিক মূল্যবোধের প্রতি অবজ্ঞা এবং দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, লালুপ্রসাদ (Lalu Prasad Yadav) জানিয়েছেন, তেজ প্রতাপের আচরণ দলের নীতি পরিবারের ঐতিহ্যের সাথে দ্বন্দ্ব তৈরি করেছে।

Lalu Prasad Yadav takes big action.

একটি প্রকাশ্য বিবৃতিতে লালুপ্রসাদ (Lalu Prasad Yadav) জানান, “ব্যক্তিগত জীবনে নৈতিক মূল্যবোধের প্রতি অবজ্ঞা সামাজিক ন্যায় বিচারের জন্য আমাদের সম্মিলিত সংগ্রামকে দুর্বল করে দেয়। আমার বড় ছেলের কর্মকাণ্ড, জনসাধারণের আচরণ ও দায়িত্বজ্ঞানহীন বোধ আমাদের পরিবারের মূল্যবোধ ও সাংস্কৃতিক মূল্যবোধের সাথে অসামঞ্জস্যপূর্ণ।

আরও পড়ুন: তৈরি হল নয়া ইতিহাস! জাপানকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারতের

তিনি (Lalu Prasad Yadav) আরও জানান, “তাই, এহেন পরিস্থিতিতে আমি তাকে দল এবং পরিবার থেকে দূরে সরাচ্ছি।” লালুপ্রসাদ স্পষ্ট জানিয়ে দেন, এখন থেকে RJD বা তাঁর পরিবারে তেজ প্রতাপ যাদবের কোনও ভূমিকা থাকবে না। তাঁকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হচ্ছে বলেও জানা গিয়েছে। লালুপ্রসাদের মতে, “তেজ প্রতাপ স্বাধীনভাবে তার ব্যক্তিগত জীবন পরিচালনা করতে সক্ষম। যাঁরা তার সাথে মেলামেশা করতে চান তাঁরা নিজেদের বিবেচনায় তা করতে পারেন।”

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর লক্ষ্য “বিকশিত ভারত”, নীতি আয়োগের বৈঠকে রাজ্যগুলিকে দেওয়া হল “নতুন টাস্ক”

লালুপ্রসাদ (Lalu Prasad Yadav) জনসাধারণের নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধের প্রতি তাঁর দীর্ঘকালীন প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে উল্লেখ করে স্পষ্ট জানান তাঁর পরিবারের সদস্যরা তাঁদের জনজীবনে এই নীতি সবসময় সমর্থন করে এসেছেন। তাঁর মতে, “আমি জনজীবনে সব সময় জনসাধারণের শালীনতার পক্ষে থেকেছি। পরিবারের আজ্ঞাবহ সদস্যরা তাদের জনসাধারণের আচরণে এই বিশ্বাসকে গ্রহণ করেছেন এবং অনুসরণ করে এসেছেন।”

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X