বাংলা হান্ট ডেস্ক: রোহিত শর্মার অবসরের পর শুভমান গিলকে (Shubman Gill) ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক করা হয়েছে। গিল এর আগে T20 আন্তর্জাতিক ক্রিকেটে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দিয়েছেন। এর পাশাপাশি, IPL-এ, তিনি গুজরাট টাইটান্সের অধিনায়ক। ২০২৫-এর IPL-এ তিনি প্লে-অফেও পৌঁছে দিয়েছেন তাঁর দলকে। এবার টেস্ট অধিনায়ক হওয়ার পর গিল প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন যে, এটি একটি বড় সম্মান।
কী জানালেন গিল (Shubman Gill)?
টেস্টের অধিনায়কত্ব একটি বড় দায়িত্ব: ইতিমধ্যেই BCCI সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে গিল (Shubman Gill) বলেছেন যে, “টেস্টে অধিনায়কত্ব পাওয়াটা অসাধারণ। যখন একটি শিশু ক্রিকেট খেলতে শুরু করে, তখন সে ভারতের হয়ে ক্রিকেট খেলতে চায়। বরং, সে দীর্ঘ সময় ধরে ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে চায়। এটি একটি বিশাল সম্মান এবং একটি বিশাল দায়িত্ব। আমি এই রোমাঞ্চকর সুযোগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছি। ইংল্যান্ড সফরের সিরিজটি খুবই রোমাঞ্চকর হতে চলেছে।”
Say Hello to #TeamIndia‘s newest Test Captain @ShubmanGill pic.twitter.com/OkBmNZT5M0
— BCCI (@BCCI) May 24, 2025
অধিনায়কত্ব সম্পর্কে বলতে গিয়ে শুভমান গিল (Shubman Gill) বলেন, “আমি উদাহরণ দিয়ে নেতৃত্ব দেওয়ায় বিশ্বাসী। শুধু পারফরম্যান্সের মাধ্যমে নয়, মাঠের বাইরে শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেও। দলের সকল খেলোয়াড়ের জীবন ভিন্ন এবং প্রত্যেকের ব্যক্তিত্ব ভিন্ন।
আরও পড়ুন: “ব্রহ্মস-কে থামানোর ক্ষমতা আমাদের নেই”, নিজের দেশের দুর্বলতা মেনে নিলেন পাক প্রতিরক্ষা বিশেষজ্ঞরা
রোহিত এবং বিরাটের প্রশংসা করেছেন: শুভমান গিল (Shubman Gill) জানান রোহিত ভাই আর বিরাট ভাই দু’জনেরই আলাদা স্টাইল ছিল। কিন্তু উভয় কিংবদন্তির লক্ষ্য একই ছিল এবং তাদের সেই লক্ষ্যে কাজ করতে দেখা ছিল অনুপ্রেরণাদায়ক। বিরাট ভাই সবসময় খুব আক্রমণাত্মক ছিলেন এবং সামনে থেকে নেতৃত্ব দিতে চেয়েছিলেন।”
আরও পড়ুন: মাত্র ৪ মাসেই ভারতের টেস্ট দলে বিপুল পরিবর্তন! বাদ পড়লেন বর্ডার-গাভাস্কার ট্রফিতে থাকা ৭ তারকা
গিল (Shubman Gill) আরও জানান, “অন্যদিকে রোহিত ভাইও আক্রমণাত্মক ছিলেন কিন্তু তার প্রতিক্রিয়া বা অভিব্যক্তিতে আপনি সেটি দেখতে পাবেন না। রোহিত ভাই হলেন খুব শান্ত স্বভাবের এবং সবসময় খুব বুদ্ধিমানের সাথে কাজ করতেন। তিনি খেলোয়াড়দের সাথে অনেক যোগাযোগ রাখেন। খেলোয়াড়দের কাছ থেকে তিনি কী চান তা তাঁদের বলেন। তাই এই গুণাবলী আমি তাঁর কাছ থেকে শিখেছি।”
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: