বাংলা হান্ট ডেস্ক: দুর্যোগের ঘনঘটা। রাজ্যে ঝড়-বৃষ্টি চলছেই। এরই মধ্যে মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে বুধবার থেকে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। কলকাতা-সহ সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। তার আগে আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
সোমবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি।
আরও পড়ুন: এই সম্পর্কটাও টিকল না? যশ নুসরতের বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ‘ইঙ্গিতবহ’ পোস্ট নায়িকার
এরপর বৃহস্পতিবার কলকাতা-সহ সব জেলাতেই বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গোটা সপ্তাহজুড়ে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিম, মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় মঙ্গলবার নাগাদ নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এই নিম্নচাপ পরবর্তী দুদিনে আরও শক্তি বাড়াবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বেশি বৃষ্টি হতে পারে।
ভিডিও দেখুন: https://youtu.be/gzMFhjFZnec?si=tVdjVXbyiLxp-VQf
এদিকে এবার অনেক আগে আসছে বর্ষা। আগামী দু’দিনের মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করবে রাজ্যে। সোমবার বজ্রবিদ্যুৎ -সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দোসর হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। ঝড়ের গতিবেগ বেশি থাকতে পারে পূর্ব বর্ধমান ও বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে।
উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে শীঘ্রই ঢুকে যাবে বর্ষা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার থেকে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে সর্বত্র। সোমবার অধিক ঝড়-বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলাতে। ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত।