বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতির জেরে বাতিল হয়েছে চাকরি। তারপর থেকেই বিকাশ ভবনের সামনে আন্দোলন অনশন চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ (SSC Teachers Protest)। এখনও আন্দোলনে চলছে। সোমবার পর্যন্ত সরকারকে ডেডলাইন দিয়ে চাকরিহারাদের হুঁশিয়ারি, এই সময়ের মধ্যে সরকারের তরফে কেউ যদিও তাঁদের সঙ্গে দেখা না করেন, তবে বৃহত্তর আন্দোলনে পথে হাঁটবেন তারা।
চাকরিহারাদের নিয়ে কী বললেন শিক্ষামন্ত্রী? SSC Teachers Protest
রবিবার সকালে কালীঘাটে মুখ্যমন্ত্রীর অফিসে সাত দফা দাবি সম্বলিত একটি চিঠি জমা করেছেন চাকরিহারাদের প্রতিনিধি দল। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। বললেন, “চিঠি পেয়েছি। কিন্তু কেন তারা বসতে চান তার উল্লেখ নেই সেখানে নেই। আমাদের দফতর থেকে কেউ যোগাযোগ করে ওঁদের থেকে সঠিক ফরম্যাটে চিঠি চাইব।”
শিক্ষামন্ত্রী বলেন, “চাকরিহারাদের ৩ টে পক্ষ হয়েছে। ৩ জনের প্রতিই আমরা সহানুভূতিশীল। বারবার ওদের মাথায় নেতিবাচক ভাবনা ঢোকানো হচ্ছে। আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব।” চাকরিহারাদের তরফে জানানো হয়েছে, যোগ্যদের পরীক্ষা না নিয়ে কীভাবে চাকরিতে পুনর্বহালের করা যায়, সেই বিষয়টাই সরকারকে ভাবতে হবে।
আরও পড়ুন: ফুঁসছে নিম্নচাপ! সপ্তাহজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, আজ কোন কোন জেলায় সতর্কতা?
নিজেদের দাবি সংসদে তুলে ধরার জন্য বাংলার সমস্ত সাংসদকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন চাকরিহারারা। দলমত নির্বিশেষে সমস্ত সাংসদকে চিঠি দিচ্ছেন চাকরিহারারা। আন্দোলনকারী এক চাকরিহারা শিক্ষক হাবিবুল্লাহ সংবাদ মাধ্যমকে বলেন “সোমবার অবধি আমরা ওয়েট করব এবং সোমবারের মধ্যে যদি আমাদের সঙ্গে কেউ দেখা না করে, সোমবারের পর আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব।” আজ সরকার কোনও পদক্ষেপ নেয় কী না সেই দিকে নজর থাকবে সকলের।
ভিডিও দেখুন: https://youtu.be/QvD0DE2cVTQ?si=UmCDgGdVfalQcxzw
কলকাতা হাইকোর্ট চাকরিহারাদের নির্দেশ দিয়েছে, সেন্ট্রাল পার্কের সুইমিং পুলের সামনে বসে তারা আন্দোলন চালিয়ে যেতে পারবে। সেই মতো কাজ শুরু করে দিয়েছে প্রশাসন। মঞ্চ বাঁধার কাজ হচ্ছে। সল্টলেকের সেন্ট্রাল পার্কে ছাউনি তৈরির কাজ চলছে। চাকরিহারাদের দাবি মেনে বিধাননগর পুরসভার তরফে বায়ো টয়লেট বসানো হয়েছে।