অনিশ্চয়তার মধ্যেই আসছে নতুন সিরিয়াল, জলসার ‘রাণী ভবানী’তে বড় চমক অরিজিতার

Published On:

বাংলাহান্ট ডেস্ক : টেলিপাড়ায় অনিশ্চয়তার মধ্যেই নতুন নতুন সিরিয়াল (Serial) নিয়ে আসছে বিভিন্ন চ্যানেলগুলি। জি বাংলা এবং স্টার জলসা দুই চ্যানেলেই একাধিক নতুন ধারাবাহিক শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। এর মধ্যে স্টার জলসায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে ‘রাজ রাজেশ্বরী রাণী ভবানী’। আবারো একটি ইতিহাস নির্ভর সিরিয়াল (Serial) নিয়ে আসতে চলেছে স্টার জলসা চ্যানেল কর্তৃপক্ষ। আর এবার জানা গেল, এই ধারাবাহিকেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অরিজিতা মুখোপাধ্যায়কে।

নতুন সিরিয়ালে (Serial) পা রাখছেন অরিজিতা

ছোটপর্দার জনপ্রিয় মুখ অরিজিতা। সিরিয়ালের পাশাপাশি সিনেমা এবং ওয়েব সিরিজেও নজর কেড়েছেন তিনি বিভিন্ন চরিত্রে। জি বাংলায় ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে (Serial) ‘বাবুর মা’ ওরফে কৃষ্ণার চরিত্রে অরিজিতার অভিনয় আজো মনে রেখেছেন দর্শকরা। ওই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পর ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে। এবার ফের নতুন চরিত্র নিয়ে নতুন সিরিয়ালে (Serial) ফেরার অপেক্ষায় রয়েছেন অরিজিতা।

Arijita mukherjee is coming back with new serial in star jalsha

কেমন চরিত্রে দেখা যাবে: জানা যাচ্ছে, রাজ রাজেশ্বরী রাণী ভবানী সিরিয়ালে (Serial) আর নেতিবাচক নয়, বরং সম্পূর্ণ ইতিবাচক চরিত্রে দেখা যেতে চলেছে অরিজিতাকে। যদিও তাঁর চরিত্রের বিষয়ে বিশেষ তথ্য মেলেনি এখনো, তবে জানা যাচ্ছে ইতিমধ্যেই লুক সেট হয়ে গিয়েছে। সিরিয়ালের (Serial) পরবর্তী প্রোমোতে তাঁকে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

আরো পড়ুন : পরেশের সিদ্ধান্তে চোখে জল অক্ষয়ের, দায়ের ২৫ কোটি টাকার মামলা! অনিশ্চিত ‘হেরা ফেরি ৩’র ভবিষ্যৎ

মুখ্য চরিত্রে কোন কোন অভিনেতা: প্রসঙ্গত, রাজ রাজেশ্বরী রাণী ভবানী সিরিয়ালে (Serial) মুখ্য চরিত্রে দেখা যাবে রাজনন্দিনী পালকে। তাঁর বিপরীতে নায়ক রাজা রামকান্তর ভূমিকায় অভিনয় করবেন সায়ন বসু। সদ্য শেষ হওয়া ‘দুই শালিক’ সিরিয়ালে (Serial) গৌরবের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।

আরো পড়ুন : এই সম্পর্কটাও টিকল না? যশ নুসরতের বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ‘ইঙ্গিতবহ’ পোস্ট নায়িকার

এদিকে টেলিপাড়ায় নতুন সিরিয়ালের শুটিংয়ের ক্ষেত্রে দেখা গিয়েছে সমস্যা। দীর্ঘদিন বেতন বৃদ্ধি হয়নি টেকনিশিয়ানদের। এর জেরে নতুন সিরিয়ালগুলির শুটিং আপাতত বন্ধ রেখেছেন তারা। তবে পুরনো সিরিয়ালের শুটিং চলছে। এমতাবস্থায় নতুন ধারাবাহিকগুলি নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X