বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি ডিএ (Dearness Allowance) মামলায় সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে চাপে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) মহার্ঘ ভাতা মামলায় রাজ্যকে ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ’র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)।
সুপ্রিম নির্দেশ মেনে বকেয়া দেবে রাজ্য? Dearness Allowance
পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ দিতে মমতা সরকারকে। এবার প্রশ্ন হল যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরকার এই নির্দেশ কার্যকর না করে, তাহলে রাজ্য সরকারি কর্মচারীরা এরপর কী পদক্ষেপ নেবেন? এই প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে, যদি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বকেয়া ২৫% ডিএ না দেয় তাহলে তারা বৃহত্তর ও আরও তীব্র আন্দোলনের পথে হাঁটবেন।
রাজ্য বকেয়া ডিএ প্রদান না করলে রাজ্য প্রশাসনের কেন্দ্র নবান্নের দিকে প্রতিবাদ মিছিল করবে সংগ্রামী যৌথ মঞ্চ। আরও তীব্রতর হবে আন্দোলন।পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের শ্রমজীবী মানুষকে নিয়ে বৃহত্তর গণ সমাবেশের ডাক দেওয়া হবে। ডিএ আন্দোলনকে একটি গণআন্দোলনের রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে যৌথ মঞ্চের। এছাড়া আইনি পথে লড়াই তো আছেই।
আরও পড়ুন: ‘সাড়ে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিন’, দীর্ঘদিনের লড়াই শেষে সুপ্রিম কোর্টে হারল রাজ্য সরকার
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ডিএ ইস্যুতে আন্দোলন চালিয়ে যাচ্ছে এই সংগ্রামী যৌথ মঞ্চ। কেন্দ্রীয় হারে ডিএ ছাড়াও সরকারি দপ্তরে সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ,
রাজ্যে চুক্তিভিত্তিক নিয়োগ প্রথা বাতিল, চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ সহ একাধিক দাবি-দাওয়া রয়েছে তাঁদের।
ভিডিও দেখুন: https://youtu.be/TFubUejlbIU?si=EKdn-bJl9ziB3jM-
প্রসঙ্গত, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দেওয়ার নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট রাজ্যকে বলেছিল, এরা আপনাদেরই কর্মী, ফলে অসুবিধার কোনও কারণ নেই। আগামী ছয় সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়ায় কড়া নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। অগাস্ট মাসে মামলার চূড়ান্ত শুনানি হবে বলে জানায় সুপ্রিম কোর্ট।