বাংলাহান্ট ডেস্ক : বর্ষার মুখে উত্তরবঙ্গবাসীর জন্য এল বড় সুখবর। উত্তরবঙ্গ (North Bengal) রাষ্ট্রীয় পরিবহণ নিগমের তরফে চারটি এসি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনটি রুটে চারটি এসি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঝে দীর্ঘদিন এই রুটগুলিতে এসি বাস চলাচল বন্ধ ছিল।
আরো চারটি এসি বাস পাচ্ছে উত্তরবঙ্গ (North Bengal)
কিছুদিন আগেই উত্তরবঙ্গের (North Bengal) মানুষ যাতে সরাসরি দিঘা জগন্নাথ মন্দির দর্শনে যেতে পারেন তার জন্য ছটি এসি ভলভো বাসের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই আবার আরো চারটি এসি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হল এদিন।
কোন কোন রুটে চলবে: জানা গিয়েছে, আগামী ১৫ ই জুন থেকেই শুরু হয়ে যাবে এই এসি বাস চলাচল। কোচবিহার-শিলিগুড়ি রুটে দুটি, রায়গঞ্জ-শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার-শিলিগুড়ি রুটে (North Bengal) একটি করে বাস চালানো হবে। মাঝে নিগমের হাতে থাকা তিনটি এসি বাস খারাপ হয়ে গেলে এই রুটে এসি বাস চলাচল বন্ধ ছিল। কিন্তু এখন সেই বাসগুলি সারাই করা হয়েছে। পুরনো বাসগুলির পাশাপাশি শিলিগুড়ি-কলকাতা রুটে একটি বাস অতিরিক্ত থাকায় সেটিকে চালানো হবে এই রুটে।
আরো পড়ুন : শহিদ জওয়ানদের স্ত্রী-সন্তানদের জন্য ১ কোটি টাকার অনুদান! ‘অপারেশন সিঁদুর’ এর পরেই বড় সিদ্ধান্ত প্রীতির
খুশি এনবিএসটিসি: কার্যত উত্তরবঙ্গে (North Bengal) পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। বিভিন্ন রুটে বহু বাসই চালিয়ে থাকে এনবিএসটিসি। বিশেষ করে বিগত কয়েক বছরে ওই তিনটি রুটে এসি বাসগুলি বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু মাঝেমধ্যেই বাসগুলি সারানোর ক্ষেত্রে তৈরি হচ্ছিল সমস্যা। এর জেরে মাঝেমাঝেই বাসগুলি বন্ধ হয়ে যেত।
আরো পড়ুন : ‘মা আমি চুরি করিনি’, সুইসাইড নোটে হাতের লেখায় গরমিল? পাঁশকুড়া কাণ্ডে নয়া মোড়
এভাবে চলতে চলতে একসময় সবকটি বাসই বন্ধ হয়ে যায়। এনিয়ে বিভিন্ন জেলার মানুষ ক্ষোভ প্রকাশ করেছিলেন। বিষয়টি পরিবহণ নিগমের গোচরে আসতে আবারো এসি বাস চালানোয় তৎপর হয়ে উঠেছে তারা। এ বিষয়ে এনবিএসটিসি চেয়ারম্যান বলেন, বিভিন্ন সংগঠন এবং মানুষের আবারো বাস পরিষেবা শুরু কথার দাবিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।