বাংলাহান্ট ডেস্ক : টেলিপাড়ার জনপ্রিয় সিরিয়ালগুলির (Serial) মধ্যে অন্যতম ‘চিরসখা’। শুরুর দিকে বিতর্কে জড়ালেও বর্তমানে টিআরপি তালিকায় পাকাপাকি জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। সম্পর্কের টানাপোড়েনের গল্প বেশ উপভোগ করছেন দর্শকরা। কিন্তু সম্প্রতি এই সিরিয়ালে (Serial) এসেছে এক বড় বদল যার জেরে দর্শকদের একাংশ বেশ ক্ষুব্ধ।
সিরিয়ালে (Serial) আচমকাই বড় বদল
এমনিতে বিভিন্ন সিরিয়ালে (Serial) প্রায়ই বিভিন্ন চরিত্রে মুখবদল হতেই থাকে। এমনকি মুখ্য চরিত্রেও প্রায়ই বদল করা হয় অভিনেতা অভিনেত্রীদের। এবার তেমনি এক ঘটনা ঘটেছে চিরসখা ধারাবাহিকে (Serial)। এই সিরিয়ালে বর্ষার মায়ের চরিত্রে এতদিন দেখা যাচ্ছিল অপর্ণা ভট্টাচার্যকে। দীর্ঘদিন পর সিরিয়ালে ফিরে নেতিবাচক চরিত্রে দেখা যাচ্ছিল তাঁকে। কম সময়েই দর্শকদের প্রশংসাও পেয়েছিলেন তিনি। কিন্তু আচমকাই হঠাৎ অভিনেত্রী বদলে গেল এই চরিত্রে।
কেন এই পরিবর্তন: অপর্ণাকে সরিয়ে তাঁর জায়গায় এসেছেন অনিন্দিতা রায়চৌধুরী। কিন্তু কেন হঠাৎ এত বড় পরিবর্তন? অপর্ণা নিজেই জানিয়েছেন এর কারণ। অভিনেত্রী জানান, ব্যক্তিগত কারণে সিরিয়াল (Serial) থেকে সরে আসতে হয়েছে তাঁকে। কিছুদিন শহরের বাইরে যেতে হয়েছে অভিনেত্রীকে। এমতাবস্থায় শুটিংয়ের সময় মেলানো সম্ভব হয়ে উঠছিল না তাঁর কাছে। তাই বাধ্য হয়ে সিরিয়াল (Serial) ছাড়তে হয়েছে অপর্ণাকে।
আরো পড়ুন : জ্যোতিকে ঘিরে AK47-ধারী ওই ৬ জন কারা? পাকিস্তানে নতুন ভিডিও সামনে আসতেই ছড়াল চাঞ্চল্য!
কোন অভিনেত্রী আসছেন: যদিও অপর্ণা আশাবাদী, এই সিরিয়াল (Serial) থেকে বিদায় নিলেও খুব শীঘ্রই নতুন কোনো চরিত্রে ফিরবেন তিনি। এদিকে এই চরিত্রে দেখা যাবে অনিন্দিতাকে। ইতি মধ্যেই তেঁতুলপাতা ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। মাঝে সন্তান জন্মের জন্য কিছুদিনের বিরতি নিয়েছিলেন তিনি। তবে দু মাস হতেই আবারো কাজে ফিরেছেন অনিন্দিতা।
আরো পড়ুন : তিন হাইকোর্টের বিচারপতিকে সুপ্রিম কোর্টে পদোন্নতির জন্য সুপারিশ, কেন্দ্রের কাছে প্রস্তাব কলেজিয়ামের
অভিনেত্রী বলেন, পরিবার এবং প্রযোজনা সংস্থার সাহায্য না থাকলে তিনি এত দায়িত্ব সামলাতে পারতেন না। তাঁর সুবিধা মতোই ডেট দেওয়া হয়েছে বলে জানান অনিন্দিতা। এই নতুন চরিত্রটিকেও নিজের মতো করে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন তিনি বলে জানান।