বাংলা হান্ট ডেস্কঃ ধর্মতলা বাসস্ট্যান্ডে ইতস্তত ঘুরে বেড়াচ্ছিলেন একজন ব্যক্তি। পরবর্তীতে এসটিএফের (STF) হাতে গ্রেফতার হন তিনি। প্রায় ১২০ রাউন্ড কার্তুজ সহ রামকৃষ্ণ মাঝি নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এবার তাঁর আইনজীবীই আদালতে স্বীকার করে নিলেন, রামকৃষ্ণ একজন অস্ত্র পাচারকারী।
ধর্মতলা বাসস্ট্যান্ডে এসটিএফের (STF) অভিযান! ধৃত ১
জানা যাচ্ছে, পিঠে একটি ব্যাগ নিয়ে এদিন ধর্মতলা বাসস্ট্যান্ডে (Dharmatala Bus Stand) ইতস্তত ঘুরতে দেখা যায় রামকৃষ্ণকে। এরপর কেতুগ্রাম নিবাসী সেই ব্যক্তিকে গ্রেফতার করে এসটিএফ। সোমবার ধৃতকে আদালতে তোলা হলে আগামী ৪ জুন অবধি এসটিএফ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই আবহেই বিস্ফোরক দাবি করেন রামকৃষ্ণের আইনজীবী।
আদালত সূত্রে জানা যাচ্ছে, এজলাসে দাঁড়িয়ে এদিন রামকৃষ্ণের আইনজীবী শেখ ওয়াসিম আখতার স্বীকার করে নেন তাঁর মক্কেল অস্ত্র পাচার করেন। ওয়াসিমের দাবি, রামকৃষ্ণ কেবলমাত্র কার্তুজ পাচার করছিলেন। কারা কার্তুজ দিয়েছিলেন, সেই নাম ইতিমধ্যেই পুলিশকে জানি দিয়েছেন তাঁর মক্কেল।
আরও পড়ুনঃ অনুব্রত পদ হারাতেই তৃণমূলে বড় ভাঙন! শয়ে শয়ে কর্মী যোগ দিলেন BJP-তে
সরকারি আইনজীবীর দাবি, এটি একটি বড়সড় আন্তঃ রাজ্য চক্র। রামকৃষ্ণ ছাড়াও এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত বলে দাবি করেন তিনি। বাকি জড়িতদের খোঁজে তল্লাশি চলছে।
অন্যদিকে প্রায় ১২০ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতারের পর রামকৃষ্ণকে জেরা করছেন এসটিএফের (STF) আধিকারিকরা। তিনি এই কার্তুজ নিয়ে কোথায় যাচ্ছিলেন সহ বেশ কিছু তথ্য জানার চেষ্টা করছেন তাঁরা। এর মধ্যেই খোদ অভিযুক্তের আইনজীবী আদালতে স্বীকার করে নিলেন তাঁর মক্কেল অস্ত্র পাচারকারী। এরপর এই ঘটনায় আর কী কী তথ্য উঠে আসে সেটাই দেখার।