জল্পনার ইতি! টানাপোড়েনের মাঝেই দিলীপ ঘোষকে নিয়ে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র, দিল্লি থেকে এল বড় বার্তা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিগত বেশ কিছু সময় ধরে সংবাদ শিরোনামে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দিলীপ ঘোষের দিঘাযাত্রার পর থেকেই রাজ্য বিজেপিতে (BJP) আরও কোণঠাসা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বিজেপিরই অনেকে আবার এও বলতে শুরু করেছিলেন ভোটের আগেই নাকি তৃণমূলেও যোগ দিতে পারেন দিলীপ। যদিও দিলীপবাবু স্পষ্ট জানিয়েছেন, কোনও পরিস্থিতিতেই তিনি বিজেপি ছাড়ছেন না। এরই মধ্যে এবার বঙ্গ বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ এই নেতাকে বড় নির্দেশ দিল শীর্ষ নেতৃত্ব।

দিলীপকে নিয়ে বড় বার্তা দলের | Dilip Ghosh

সূত্রের খবর, পুরনো ফর্মেই পার্টির কাজ করে যাওয়ার জন্য দিলীপ ঘোষকে নির্দেশ দলের কেন্দ্রীয় নেতৃত্বের। আরএসএসের তরফেও দিলীপকে বার্তা, দলের কাজ করে যান। তাই শীর্ষ স্তরের নেতাদের নির্দেশ মতো নিজের পুরনো লোকসভা কেন্দ্র মেদিনীপুরেই পার্টির কাজে সক্রিয় দিলীপবাবু।

মেদিনীপুরের সাংসদ ছিলেন দিলীপ। সেই পুরনো লোকসভা কেন্দ্রেই তিনি যাতে দলীয় কর্মসূচি চালিয়ে যান সেই বার্তা দিয়েছে দিল্লি। সূত্রের খবর, বঙ্গ বিজেপির একসময়ের সফলতম এই রাজ্য সভাপতিকে বিজেপির ‘রেগুলার’ কর্মসূচিতেও কাজে লাগানো হবে খুব শীঘ্রই।

আরও পড়ুন: ‘এবার সব ক্যামেরার সামনে হয়েছে, যাতে ঘরের কেউ প্রমাণ না চায়’! নাম না করেই বিরোধীদের নিশানা মোদীর?

রাজ্য বিজেপিতে ক্ষমতাসীন শিবিরের একাংশ দিলীপকে দূরে সরিয়ে রাখলেও নিজেকে দলের কাজ থেকে কখনই বিরত রাখেন নি দিলীপ। গত রবিবার খড়গপুর, বেলদা ও দাঁতনে কর্মসূচি করেছেন প্রাক্তন সাংসদ। এরই মধ্যে এবার দিলীপকে নিয়ে স্পষ্ট বার্তা দিল্লির।

ভিডিও দেখুন: https://youtu.be/ClqTt_hoxiM?si=bmlyfLx13SiO3vWk

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বঙ্গ বিজেপির অন্যতম কান্ডারি সফল রাজ্য সভাপতিকে নিয়ে কোনও বিতর্ক চায় না কেন্দ্র। কারণ বিধানসভা নির্বাচনের আগে সংঘের পুরনো সদস্যকে নিয়ে কোনো পদক্ষেপ করলে তা বুমেরাং হতে পারে। বাংলার গেরুয়া শিবিরের জন্য বড়সড় ধাক্কা হতে পারে। কারণ পুরনো নেতা-কর্মীদের বড় অংশই দিলীপ-ঘনিষ্ঠ।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X